Monday, August 25, 2025

বিজেপির ‘অনাস্থা প্রস্তাবের’ ভবিষ্যৎ কী? সাফ জানালেন বিধানসভার অধ্যক্ষ

Date:

সোমবার থেকে বিধানসভায় (Assembly) শুরু হল বাজেট অধিবেশনের (Budget Session) দ্বিতীয় পর্ব। কিন্তু এদিন বিজেপির আনা অনাস্থা প্রস্তাব নিয়ে বিধানসভায় কোনও আলোচনাই হল না। ওই প্রস্তাবের ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত ‘আপাতত স্থগিত’ রাখা হচ্ছে বলে এদিন অধিবেশনের শুরুতেই স্পষ্ট জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। তিনি জানান, এদিন অধ্যক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সহ অন্যান্য বিজেপি বিধায়করা যে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন তার পাল্টা প্রস্তাব জমা দিয়েছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim) সহ সরকার পক্ষের অন্যান্য বিধায়করা। যেখানে অধ্যক্ষের প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করা হয়েছে। দুটি প্রস্তাবের বক্তব্য একেবারেই বিপরীত।  আর সেকারণেই আপাতত দুটি প্রস্তাব নিয়েই সিদ্ধান্ত স্থগিত রাখা হচ্ছে। প্রস্তাব দুটি ভালোভাবে বিবেচনার পরই তিনি এব্যাপারে নিজের সিদ্ধান্ত জানাবেন বলে অধ্যক্ষ ঘোষণা করেন।

তবে এদিন এমন ঘোষণার পরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অধ্যক্ষের সিদ্ধান্তের প্রতিবাদ জানান। কৌশলে তাঁদের আনা প্রস্তাব বাতিল করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে বিধানসভার ভিতরেই বিরোধী দলনেতার নেতৃত্বে অন্যান্য বিজেপি বিধায়করা অধ্যক্ষের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর বিরোধী দলনেতার নেতৃত্বে বিজেপি সভা থেকে ওয়াক আউট করে।

উল্লেখ্য, ৬ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব চলবে। সেখানে মোট ৬টি দফতরের বাজেট প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা। এরমধ্যে রয়েছে, কৃষি, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর, ভূমি-ভূমি রাজস্ব, শিল্প, নগরোন্নয়ন, খাদ্য দফতর।

 

 

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version