Wednesday, May 7, 2025

আজ রঙয়ের উৎসব। বসন্তের রঙে মাতবেন কমবেশি সকলেই। তবে এদিন কোথাও যাওয়ার থাকলে মনে রাখবেন দোলের দিন সকাল থেকে মিলবে না মেট্রো পরিষেবা। কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত মেট্রো রুটে প্রথম ট্রেন ছাড়বে দুপুরবেলায়। মঙ্গলের মতে বুধবারও মেট্রোয় কিছু রদবদল করা হয়েছে। সোমবার একটি বিজ্ঞপ্তি জারি করে পরিবর্তিত পরিষেবার সম্পর্কে জানিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন:নিউ গড়িয়াগামী মেট্রোয় ধোঁয়া,ব্যাহত মেট্রো চলাচল

কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ‘‘দোলযাত্রা উপলক্ষে মঙ্গলবার কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত ৬০টি ট্রেন চলবে। কবি সুভাষ এবং দমদম থেকে দুপুর আড়াইটে থেকে পরিষেবা চালু হবে। সকাল ৬টা ৫০ মিনিটে নয়। শেষ ট্রেনের সময়ে অবশ্য কোনও পরিবর্তন হচ্ছে না। বুধবার প্রথম ও শেষ ট্রেনের সময় অপরিবর্তিত থাকছে।’’
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার দোলযাত্রার দিন আপ-ডাউন মিলিয়ে ২৮৮টির বদলে ৩০টি করে আপ এবং ডাউন মিলিয়ে কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত মোট ৬০টি ট্রেন চলবে। তার মধ্যে ২৯টি করে আপ-ডাউন মিলিয়ে ৫৮টি ট্রেন চলবে দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে অর্থাৎ ব্লু লাইন মেট্রো।

এই রুটে প্রথম মেট্রো পাওয়া যাবে দুপুর আড়াইটে থেকে। মেট্রো সূত্রে খবর, মঙ্গলবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, দমদম থেকে কবি সুভাষ, দমদম থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ প্রথম ট্রেনের যাত্রা শুরু হবে দুপুর আড়াইটেয়। সপ্তাহের কাজের দিনে সুভাষ থেকে দক্ষিণেশ্বর, দমদম থেকে কবি সুভাষ স্টেশনে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৬টা ৫০ মিনিটে। অন্য দিকে, রবিবার বাদে অন্যান্য দিন দমদম থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম ট্রেন ছাড়ত যথাক্রমে সকাল ৬টা ৫৫ মিনিট এবং ৭টায়। যদিও এই রুটে শেষ ট্রেন ছাড়ার সময় বদল হচ্ছে না।

বুধবার হোলির দিন ৯৪টি করে আপ এবং ডাউন মিলিয়ে ২৮৮টির বদলে ১৮৮টি ট্রেন চলবে। তার মধ্যে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে চলবে ৮২টি করে আপ-ডাউন ট্রেন।

ইস্ট-ওয়েস্ট করিডরে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটেও কিছু বদল হয়েছে। মঙ্গলবার এই রুটে ১০৬টির বদলে ১১টি করে আপ-ডাউন মিলিয়ে ২২টি ট্রেন চলবে। প্রথম ট্রেন বেলা ৩টে থেকে ছাড়বে। সেই সঙ্গে দু’টি ট্রেনের মধ্যে আধ ঘণ্টার ব্যবধান থাকবে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। যদিও এই রুটে শেষ ট্রেন পাওয়া যাবে রাত ৮টায়।

বুধবার গ্রিন লাইন মেট্রোয় ৪৫টি করে আপ-ডাউন চলবে। ওই দিন ১০৬টির বদলে ৯০টি ট্রেন যাতায়াত করবে। সপ্তাহের কাজের দিনের মতো বুধবার প্রথম ও শেষ ট্রেনের সময় অপরিবর্তিত থাকছে।

মেট্রোর বিজ্ঞপ্তি অনুযায়ী, জোকা-তারাতলা রুটে অর্থাৎ পার্পল লাইন মেট্রো পরিষেবা মঙ্গলবার পুরোপুরি বন্ধ থাকবে। তবে বুধবার থেকে এই রুটে পরিষেবা স্বাভাবিকই থাকবে।

 

 

Related articles

ধরমশালা থেকে সরতে পারে পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ

ভারত – পাকিস্তান(INDvPAK) অশান্তির জেরে এবার বদল হতে পারে আইপিএলের(IPL) ভেন্যুও। আগামী ১১ মে পঞ্জাব কিংস বনাম মুম্বই...

রাষ্ট্রসঙ্ঘের দফতরের বাইরে পাক মিসাইল! প্রত্যাঘাতে ১১ ভারতীয় হত্য়া

অপারেশন সিন্দুর সফল করার পরই পাকিস্তানের প্রত্যাঘাতের আশঙ্কায় একাধিক বৈঠক চলছে ভারতে। অন্যদিকে পাকিস্তানও সীমান্তে আঘাতের পরিমাণ বাড়িয়ে...

২৮ সদস্যের সম্ভাব্য দল ঘোষণা ভারতের, প্রস্তুতি হবে কলকাতায়

ভারতীয় দলে(Indian Football Team) এবার মোহনবাগানের(MBSG) আরও এক ফুটবলর। এএফসি এশিয়ান কাপের(AFC Asian Cuo) যোগ্যতা অর্জন পর্বের জন্য...

বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস!

সকালে গরমের দাবদাহ কাটিয়ে বুধের বিকেলেই বৃষ্টি ভেজার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গবাসীর। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে...
Exit mobile version