Thursday, August 28, 2025

মহারাজের চরিত্রে ফাইনাল হল নাম, সৌরভের বায়োপিকে বিখ্যাত বলি সুপারস্টার!

Date:

বাংলার দাদাকে (Saurav Ganguly) নিয়ে বাঙালির আগ্রহ চিরন্তন। লর্ডসের বুকে দাদাগিরি দেখানো হোক কিংবা প্রাক্তন বোর্ড প্রেসিডেন্টের চেয়ারে বসে গোটা দেশকে বাঙালির ক্রিকেট পাঠ শেখানো, সবেতেই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে বেহালার ছেলেটা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Saurav Ganguly) জীবন, ক্রিকেট জীবনের সংগ্রাম, খেলোয়াড় থেকে প্রশাসকের দক্ষ ভূমিকা পালন, বিনোদন জগতের (Entertainment Industry) আগ্রহের কারণ বটে। তাই একবার যখন জানা গেছিল মহারাজের জীবন নিয়ে সিনেমা হবে উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন ক্রীড়াপ্রেমী থেকে শুরু করে সাধারণ মানুষ। দাদার সমর্থকেরা জানতে চেয়েছিলেন কোন অভিনেতা এই চরিত্রে অভিনয় করবেন? সৌরভের ব্যক্তিগত পছন্দের তালিকায় রণবীর কাপুরের (RK) নাম বারবার উঠে এলেও, সম্প্রতি কলকাতায় নিজের ছবির প্রচারে এসে ঋষি পুত্র জানিয়ে দিয়েছেন তিনি এরকম কোনও প্রজেক্টে কাজ করছেন না। ফের ধোঁয়াশা বাড়তে থাকে। অবশেষে ফাইনাল হল নাম।

সৌরভ গঙ্গোপাধ্যায় চরিত্রে অভিনয় করা খুব একটা সহজ কাজ নয়। কারণ ২২ গজের বাঙালির মহানায়ক শুধু ইতিহাস নয় বিপক্ষের বলকে স্টেপ আউট করে বাউন্ডারির ওপারে পাঠিয়ে সৃষ্টি করতেন মহাকাব্য। তাই যিনি সৌরভের চরিত্রে অভিনয় করবেন তাকে বাঁ হাতে ব্যাট করতে অত্যন্ত পারদর্শী হতে হবে যাতে দর্শকের কাছে চরিত্রের নির্ভরযোগ্যতা তৈরি হয়। আর এখানেই নতুন নাম উঠে এসেছে আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)। নানা ধরনের চরিত্রে নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন এই অভিনেতা। সূত্র বলছে বলিউডের ভিকি ডোনার সৌরভের ভূমিকায় মাঠে নামার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আয়ুষ্মান নিজে ক্রিকেট পছন্দ করেন, খেলতেও পারেন। বাঁ হাতে তিনি বেশ স্বচ্ছন্দ্য, পাশাপাশি বাঙালি লুকেও তাঁকে বেশ মানানসই লাগবে বলেই মনে করেন তাঁর অনুরাগীরা। তাই অংকের হিসেব বলছে দুই আর দুই মিলে যাচ্ছে। এই খবরের সিলমোহর পড়া আর মাত্র সময়ের অপেক্ষা।


 

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version