Sunday, August 24, 2025

দোলের দিন মেঘালয় ও নাগাল্যান্ডে মুখ্যমন্ত্রী পদে শপথ, সাক্ষী প্রধানমন্ত্রী

Date:

দোলের দিনই মেঘালয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কনরাড সাংমা। শিলংয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে সাক্ষী থাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নির্বাচনে আলাদা প্রার্থী দিলেও ফল প্রকাশের পরই বিজেপির তরফে এনপিপিকে সমর্থন করার ঘোষণা করা হয়। ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টি, হিল স্টেট পিপলস ডেমোক্র্যাটিক পার্টি এবং বিজেপির সমর্থন নিয়ে সরকার গঠন করেন সাংমা। কংগ্রেস ও তৃণমূল ইউডিপিকে সঙ্গে নিয়ে সব ছোট দলগুলিকে একজোট করার চেষ্টা করা হয়। কিন্তু সেই চেষ্টা বাস্তবায়িত হয়নি।

NPP জোটের কাছে ৪৫ জন বিধায়কের সমর্থন রয়েছে। এদিন কনরাড সাংমা ছাড়াও আরও ১১ জন মন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন। তাঁদের মধ্যে দু’জন উপমুখ্যমন্ত্রী। ক্যাবিনেটে ১২জন সদস্যের মধ্যে ন্যাশানাল পিপলস পার্টি থেকে থাকবেন ৮ জন, ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টি থেকে ২ জন, হিল স্টেট পিপলস ডেমোক্র্যাটিক পার্টি ও বিজেপি থেকে একজন থাকবেন। বিজেপি থেকে মন্ত্রিসভায় থাকছেন অ্যালেকজান্ডার লালু হেক। এই ১২ জনকে শপথবাক্য পাঠ করান মেঘালয়ের রাজ্যপাল ফাগু চৌহান।

এর পরেই পঞ্চমবারের জন্য নাগাল্যান্ডের (Nagaland) মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন এনডিপিপি নেতা নেফু রিও (Neiphiu Rio)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র উপস্থিতিতে শপথবাক্য পাঠ করেন তিনে। রিওকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল লা গণেশন। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করেন টিআর জেলিং ও ওয়াই প্যাটন। মন্ত্রিসভার অন্যান্যরাও শপথ নেন এদিন।

আরও পড়ুন- ৯ মার্চ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চতুর্থ ম‍্যাচ, পিচ নিয়ে কী বললেন দ্রাবিড়

 

Related articles

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...
Exit mobile version