শহরে ফের যকের ধনের হদিশ। নিউটাউনে ভুয়ো কল সেন্টারে পুলিশি হানায় উদ্ধার ৩ কোটি ৯৬ লক্ষ টাকা। পাঁচশো ও দু-হাজার টাকার নোটের একাধিক বান্ডিল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি উদ্ধার হয়েছে ১১টি ঘড়ি। দুটো সোনার আংটিও। ফোনে প্রতারণার ছক কষে এই টাকা হাতিয়ে নেওয়ার প্রতারণার চক্র চলত ছিল বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, কল সেন্টারের আড়ালেই চলত অসাধু কাজের চক্র। গত ৪ মার্চ ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। গ্রেফতার করা হয় ভিনরাজ্যের চার বাসিন্দাকে। তাদের কাছ থেকে মোট ১৩ লক্ষ টাকা উদ্ধার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করেই খোঁজ মেলে নিউটাউনের এই ভুয়ো কল সেন্টারের। গতকালই সল্টলেকের একটি জায়গায় হানা দিয়েছিল পুলিশ। সেখান থেকে বেশ কিছু টাকা এবং নথিপত্র উদ্ধার হয়। উদ্ধার হয় বেশ কিছু কম্পিউটার, ল্যাপটপ। তারপরই এদিন নিউটাউনে হানা।

আরও পড়ুন- হরিদেবপুরের তরুণী খু*নের নেপথ্যে এ*সকর্ট সার্ভিস!
