Wednesday, August 20, 2025

“একজন সৈনিক কখনো জিজ্ঞেস করে না দেশ তার জন্য কী করতে পারে, বরং বলে দেশের জন্য সে কী বলিদান দিতে পারে” – এই সংলাপ বলেই যিনি ভিলেনের খেল খতম করেছিলেন, সেই ‘পাঠান’ (Pathan) এবার নিজেই ভিলেন! পরিচালক সিদ্ধার্থ আনন্দের (Siddharth Anand) টুইটের পর থেকে অবশ্যই সেই জল্পনা বাড়ছে। এবার ‘ধুম ৪’ (Dhoom 4) নিয়ে আসছেন পরিচালক, আর সেখানেই থাকছেন কিং খান। তবে জন আব্রাহাম, হৃতিক রোশন, আমির খানের পর এই সিরিজের পরবর্তী ‘চোর’ কি বলিউড বাদশা?

দোলের দিন নিজের আপকামিং প্রজেক্ট নিয়ে বড় ঘোষণা করলেন পরিচালক ‘সিদ্ধার্থ’ । তাঁর সিনেমা মানেই সেখানে মারকাটারি অ্যাকশন। রং এর উৎসবের দিনই তিনি জানান, ‘ধুম ৪’-এ প্রধান চরিত্রে থাকবেন শাহরুখ খান (Shah Rukh Khan)।মঙ্গলবার সন্ধেবেলা টুইটার হ্যান্ডল থেকে একটি পোস্ট করে বলা হয় ‘ধুম ৪’-এ (Dhoom 4) অভিনয় করতে চলেছেন শাহরুখ খান (SRK)। ছবিতে ভিলেন কে হচ্ছেন, সেই ঘোষণাও আগামীকাল করা হবে।” যদিও ‘ধুম’ সিরিজের প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস-এর (Yash Raj Films) তরফে এই বিষয়ে কোনও ঘোষণা তখনও অবধি ছিল না।

এরপরই নেটিজেনদের মধ্যে জল্পনা শুরু হয়ে যায়। ধুম সিরিজ মানেই তো সেখানে ভিলেনই আসল হিরো। জন আব্রাহম ,হৃত্বিক রোশন, আমির খানের পরা জুতোয় কি এবার পা গলাতে চলেছেন শাহরুখ? কিং খান নিজে অবশ্য নিয়ে কিছু পোস্ট করেন নি। কিছুটা সন্দেহ উঁকি দিয়েছিল তার ফ্যানেদের মনে। টুইটটি অবশ্য খতিয়ে দেখলেই বোঝা যায় পরিচালক সিদ্ধার্থ আনন্দ নামক ওই টুইটার হ্যান্ডলটি আদতে ভুয়ো। এখনও ‘ধুম ৪’ নিয়ে কোনও ভাবনাচিন্তা করেনি ছবিটির প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস।

 

 

Related articles

দিল্লিতে ফের স্কুল ওড়ানোর হুমকি! স্নিফার ডগ নিয়ে চলছে তল্লাশি

সাতসকালে রাজধানীতে চাঞ্চল্য, দিল্লির দুই স্কুলে বোমা হুমকির (Bomb threat in Delhi Schools) জেরে রীতিমতো আতঙ্কিত অভিভাবক -...

টার্গেট বিরোধী মুখ্যমন্ত্রীরা! নয়া সংশোধনী বিল আনছে কেন্দ্র

ভোটের ময়দানে পরাস্ত করতে না পেরে এবার ঘুরপথে বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের টার্গেট করতে চলেছে কেন্দ্র সরকার (Central...

ডুরান্ড সেমিতে আজ ডায়মন্ড বাহিনীর অঘটন নাকি লাল-হলুদ মশাল!

বুধের ময়দানে মেগা ম্যাচ। অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) নাকি কিবু ভিকুনা (Kibu Vicuna), যুবভারতীর মাঠ আজ কার দাপট...

কেন্দ্রের তিন সংশোধনী বিলের বিরোধিতায় আজ সকাল দশটায় বৈঠক ইন্ডিয়া ব্লকের

বুধবারই লোকসভায় (Loksabha) তিনটি গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে কেন্দ্র সরকার। আজই কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন (সংশোধনী) বিল ২০২৫, সংবিধান...
Exit mobile version