Monday, November 10, 2025

সবজি বিক্রেতার অ্যাকাউন্টে রাশি রাশি টাকা! অঙ্ক জানলে চমকে যাবেন

Date:

Share post:

পেশায় একজন সামান্য সবজি বিক্রেতা (Vegetable Vendors), আর তাঁরই অ্যাকাউন্টে (Account) নাকি জমা পড়ল কোটি কোটি টাকা। দু-এক কোটি টাকার গল্প নয়, একেবারে ১৭২ কোটি টাকা! আর এমন খবর প্রকাশ্যে আসতেই চোখ কপালে উঠেছে আয়কর বিভাগের আধিকারিকদের। শুধু তাঁদেরই নয়, একই সঙ্গে ঘুম উড়েছে সবজি বিক্রেতা ও তাঁর বাড়ির লোকজনের। যোগী রাজ্যের(Uttar Pradesh) ঘটনা। জানা গিয়েছে, ওই সবজি বিক্রেতার নাম বিজয় রাস্তোগি। গাজীপুর জেলায় একটি সবজির দোকান রয়েছে তাঁর।

মাস খানেক আগে ঘটনার সূত্রপাত। আয়কর বিভাগের আধিকারিকদের কাছে একটি তালিকা জমা পড়ে, তাতে দেখা যায়, বেশ কয়েকজনের অ্যাকাউন্ট থেকে বিপুল অঙ্কের টাকা লেনদেন হয়েছে। সেই তালিকায় বিজয়েরও নাম ছিল। খোঁজ খবর করে জানা যায়, সেটি বিজয়ের অ্যাকাউন্ট, যিনি কিনা পেশায় একজ সবজি বিক্রেতা। দেখে হতবাক হয়ে যান তাঁরা। বিষয়টি খতিয়ে দেখতে বিজয়ের বাড়িতে হাজির হয়ে যান তাঁরা। এদিকে ঘটনার কথা জানতে পেরে একই অবস্থা হয় বিজয়েরও। তাঁর অবশ্য দাবি, ওই অ্যাকাউন্টটি আদৌ তাঁর নয়। তাঁর প্যান কার্ড এবং অন্য ব্যক্তিগত তথ্য ব্যবহার করে কেউ ইচ্ছাকৃতভাবে টাকা লেনদেনের জন্য তাঁর নাম ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করেছে বলে পুলিশ এবং আয়কর আধিকারিকদের জানান তিনি।

ইতিমধ্যেই ডিজিটাল মানি ট্রান্সফার এজেন্সির কাছে ঘটনার ব্যাখ্যা চেয়ে পাঠিয়েছে আয়কর বিভাগ। কীভাবে এবং কোথা থেকে বিয়ের অ্যাকাউন্ট ওই বিপুল টাকা জমা পড়ল তা জানতে চেয়েছেন তাঁরা। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশের সাইবার শাখা। একই সঙ্গে বিজয়ের দাবিও খতিয়ে দেখা হচ্ছে।

 

 

 

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...