ডায়মন্ড হারবার শুধু তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) লোকসভা কেন্দ্রেই নয়, সেটি তাঁর পরিবারের একটা অংশের মতো। যে কোনও সময় তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন তার লোকসভা কেন্দ্রের মানুষের জন্য জানুয়ারি মাসে সেখানে প্রশাসনিক সভা করেছিলেন অভিষেক। ১০ মার্চ ফের ডায়মন্ড হারবার (Dimond Harbor) যাচ্ছেন সাংসদ তথা তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। একটি নতুন সেতু উদ্বোধন করবেন তিনি।

শুক্রবার বিকেলে বজবজ বিধানসভা এলাকার চড়িয়াল খালের উপর সেতুটি পূজালি এবং বজবজের মধ্যে সংযোগকারী নবনির্মিত সেতুর উদ্বোধন করবেন সাংসদ। আগে ওই জায়গায় একটি ছোট সেতু ছিল কিন্তু তাতে সাধারণ মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছিল। সেখানেই নতুন সেতু তৈরি হয়েছে। অনুষ্ঠানে থাকার কথা পরিবহণ প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার, মহেশতলার বিধায়ক দুলাল দাস, বজবজের বিধায়ক অশোক দেব, বিষ্ণুপুরের বিধায়ক মোহন নস্কর এবং ফলতার বিধায়ক শঙ্কর নস্করের।

তৃণমূল সূত্রে খবর, এমাসেই ফের ডায়মন্ড হারবারে একটি প্রশাসনিক সভা হওয়ার কথা অভিষেকের। তবে সে বিষয় বিস্তারিত কিছু জানানো হয়নি।
