রাজভবনে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী ৪০ মিনিট বৈঠক, কী নিয়ে কথা!

হঠাৎই রাজ্যপাল সিভি আনন্দ বোসের (Cv Ananda Bose) সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বৃহস্পতিবার, বিকেলে রাজভবনে (Rajbhavan) চল্লিশ মিনিট আলোচনা হয় বলে সূত্রের খবর। রাজ্যপালের প্রিন্সিপাল সেক্রেটারি নিয়োগ নিয়েই তাঁদের মধ্যে কথা। পাশাপাশি, রাজ্যপালের বিবেচনাধীন কয়েকটি বিল নিয়েও রাজ্যপাল-মুখ্যমন্ত্রী আলোচনা।

তবে, এই বৈঠকের বিষয়ে রাজভবন বা নবান্ন (Nabanna) কোনও বিবৃতি প্রকাশ করেনি। হোলির শুভেচ্ছা জানাতেই মুখ্যমন্ত্রী গিয়েছিলেন বলে সূত্রের খবর। সম্প্রতি রাজ্যের ৩০ টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে জট কেটেছে। ফাস্টট্রাক মোডে (fastrack) কাজ হচ্ছে রাজভবন বিবৃতি দিয়ে জানিয়েছিল। তারপর এদিন এই বৈঠক সৌহার্দ্যপূর্ণ বলেই মনে করছে  বিশেষজ্ঞ মহল।

আরও পড়ুন:OMR অদল বদল ! তালিকা প্রকাশের পর গ্রুপ সি-তেও বড় দুর্নী*তির আশ*ঙ্কা