Thursday, August 28, 2025

গ্রুপ ডি- এর পর এবার গ্রুপ সি (Group C) বিভাগের নিয়োগ নিয়ে বড় গরমিলের আশঙ্কা। এবার তাহলে নবম-দশম এবং গ্রুপ ডি-র পর গ্রুপ সি কর্মীদের একাংশও চাকরি হারাতে চলেছেন ? বৃহস্পতিবারই নিজেদের ওয়েবসাইটে গ্রুপ সি বিভাগের ৩১১৫ জনের তালিকা প্রকাশ করেছে কমিশন (SSC) । মোট ৩,৪৭৭ জনের ওএমআর শিট (OMR sheet) পরীক্ষা করার পর উল্লেখিত তিন হাজার একশ পনেরো জনের নম্বর নিয়ে গোলমাল হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

কেন্দ্রীয় সংস্থার তদন্তে দেখা গিয়েছে, ওএমআর-এর প্রাপ্ত নম্বর ও সার্ভারে উল্লেখিতদের নামের সঙ্গে থাকা নম্বরের আদতে কোনও মিলই নেই। যাঁদের নম্বর বাড়িয়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে, তাঁদের চাকরি আদৌ থাকবে কি না, সেই প্রশ্ন ক্রমশ প্রকট হচ্ছে। মূলত ২০১৬-এর গ্রুপ সি পদের RLST পরীক্ষায় যে সমস্ত চাকরিপ্রার্থী বসেছিলেন তাঁদের অনেকের ওএমআর শিটে গোলমাল রয়েছে, এই মর্মে হাই কোর্টে মামলা হয়েছিল।এই নম্বর কারচুপির বিষয়টি স্কুল সার্ভিস কমিশনই আদালতে হলফনামা দিয়ে জানিয়েছিল। সেই রিপোর্ট দেখে কার্যত অবাক হয়ে যান হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। এরপরই তিনি তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন আড়ালে থাকা এবং নম্বর কারচুপি করা উত্তরপত্রগুলিকে অবিলম্বে এসএসসিকে নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। সেই মতো বৃহস্পতিবার তালিকা প্রকাশ কর্ম কমিশন। সূত্রের খবর, ৩,১১৫ জনের মধ্যে এ রকম ৭০-৮০ জন রয়েছেন যাঁদের নম্বর কমানো হয়েছিল বলে অভিযোগ।

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version