Thursday, August 21, 2025

রাজ্যের বিশেষ উদ্যোগ! পঞ্চায়েত এলাকাতেও এক ক্লিকেই বানান বাড়ি  

Date:

Share post:

রাজ্যের সব পঞ্চায়েত এলাকাতেই (Panchayat Area) বাড়ি তৈরীর নকশা বা বিল্ডিং প্ল্যানের অনুমোদন পাওয়া যাবে পুর এলাকার ধাঁচেই। পাশাপাশি দমকল, বিদ্যুৎ, পরিবেশ সংক্রান্ত নানাবিধ ছাড়পত্র মিলবে অনলাইনেই (Online)। খুব শীঘ্রই পঞ্চায়েত দফতর থেকে অনলাইনে বাড়ি তৈরীর ছাড়পত্র দেওয়ার কাজ শুরু হবে বলে জানিয়েছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার (Pradeep Majumder)।

মন্ত্রী জানিয়েছেন, ভবিষ্যতে কেউ গ্রামে বাড়ি বানাতে চাইলে আর কোনও সমস্যা নেই। তাঁরা অনলাইনেই আবেদন জানাতে পারবেন। পঞ্চায়েত দফতর থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে অনুমোদন দেওয়া হবে। পাশাপাশি পঞ্চায়েত দফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমান ব্যবস্থায় স্থানীয় গ্রাম পঞ্চায়েত গ্রামাঞ্চলে বাড়ির নকশা অনুমোদন করে। কিন্তু দফতরের হাতে পর্যাপ্ত লোক না থাকায় নকশা অনুমোদনে অনেক সময় ত্রুটি থেকে যায়। কিন্তু বর্তমানে পঞ্চায়েত এলাকাতে বহুতল, হোটেল ইত্যাদি তৈরি হওয়ার কারণে ক্রমাগত চাপ বাড়ছে। বেআইনিভাবে বাড়ির নকশা অনুমোদনের অভিযোগও উঠছে। আর সেই কারণেই বিল্ডিং প্ল্যান অনুমোদনের গোটা প্রক্রিয়া অনলাইনে হলে অনেকটাই সুষ্ঠু ও ঠিকঠাক হবে।

তবে পঞ্চায়েত দফতর জানিয়ে দিয়েছে, নতুন পরিকল্পনায় গ্রামে বাড়ি বানাতে হলে আগে অনলাইনে আবেদন জানাতে হবে। সেই সঙ্গে নকশা ও অন্যান্য কাগজপত্র আপলোড করতে হবে আবেদনের সঙ্গে। অনলাইনেই জমা নেওয়া হবে বিল্ডিং ফি। তারপরই কাগজপত্র খতিয়ে দেখে বিল্ডিং প্ল্যানে অনুমোদন মিলবে অনলাইনেই। এদিকে নির্মাণ কাজ শুরুর কথাও অনলাইনেই জানাতে পারবেন মালিক বা প্রোমোটাররা। এছাড়া বাড়ির সিসি এবং অকুপ্যান্সি সার্টিফিকেট অনলাইনেই ডাউনলোড করা যাবে।

 

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...