হিন্দি-ইংরেজি ‌নয়, লিখতে পারবেন না বাংলাতেও ! অনুব্রতর দাবিতে তাজ্জব ইডি

বয়ান লিখতে হবে শুনেই বেঁকে বসেছেন অনুব্রত।

দিল্লিতে দফায় দফায় জেরা করা হচ্ছে অনুব্রত মণ্ডলকে। কিন্তু সেই জেরার বয়ান লেখাতে গিয়ে এক প্রকার হিমসিম অবস্থা দিল্লির ইডির অফিসারদের। বয়ান লিখতে হবে শুনেই বেঁকে বসেছেন অনুব্রত।

তিনি ইডি আধিকারিকদের জানান, সই ছাড়া কিছুই তিনি করতে পারেন না। তার বক্তব্য, দীর্ঘ রাজনৈতিক জীবনে লেখাপড়ার পাট কবে চুকিয়ে দিয়েছেন। এখন আর লিখতে পারবেন না। নিরুপায় হয়ে ইডি শেষে বাইরে থেকে এক সাক্ষীকে নিয়ে এসে অনুব্রতর বয়ান লেখাচ্ছেন। তাতে শুধুমাত্র সই করে দিচ্ছেন অনুব্রত মণ্ডল।

গরুপাচার মামলায় দীর্ঘ টানাপোড়েনের পর অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়েছে ইডি। হেফাজতে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে। আর সেখানেই ফের অনুব্রতকে নিয়ে চমকপ্রদ তথ্য সামনে এসেছে।

অনুব্রতর জিজ্ঞাসাবাদপর্ব এবং তাঁর লিখতে না চাওয়ার মুহূর্তে ক্যামেরাবন্দি করেছে ইডি। আগাগোড়া ভিডিওগ্রাফি হয়েছে। ইডি সূত্রে খবর, অনুব্রত অধিকাংশ প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন। তাই তদন্তে তাঁর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনার পাশাপাশি, জেরা-পর্বে নিজের হাতে লিখতে না চাওয়ার বিষয়টিও আদালতে জানানো হবে ইডি-র তরফে।

Previous articleরাজ্যের বিশেষ উদ্যোগ! পঞ্চায়েত এলাকাতেও এক ক্লিকেই বানান বাড়ি  
Next articleবিদায় বলিউডের ‘ক্যালেন্ডার’, সমাজমাধ্যমের ক্যানভাসে এখনও রঙিন সতীশ !