Viral:বাঘমামার সঙ্গে কথা মহিলার! তাজ্জব নেটদুনিয়া

বনের রাজা না হলেও বাঘমামাকে ভয় পায় না এমন বোধহয় খুব কম মানুষই আছেন।বাঘকে পোষ মানানো বেশ কঠিন। ‘হীরক রাজার দেশে’ ছবিতে গুপির গানও কিন্তু বাঘকে বাগে আনতে পারেনি।আচমকা বাঘ দেখে শিউড়ে উঠেছিল গুপি-বাঘা। কিন্তু একি কাণ্ড! বাঘমামা ঘুমোচ্ছে, আর তাকে বারবার ডাকছে এক মহিলা!তারপর?

আরও পড়ুন:আইপিএস অফিসার থেকে রুপোলী পর্দার সফর! ‘সিমালা’য় বিভোর নেটিজেনরা

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও এখন ভাইরাল। ভিডিওটিতে দেখা যাচ্ছে পোষ্য একটি বাঘ ঘুমোচ্ছে। তাকে ঘুম থেকে ডেকে তুলছেন এক মহিলা। কিন্তু বাঘ দুবার এদিক এদিক করে আবার ঘুম। শেষে বহু ডাকাডাকির পর ঘুম ভাঙল তার। এমন অলস বাঘকে দেখে বেশ আনন্দ পেয়েছেন নেটাগরিকরা। কিভাবে ওই মহিলা বাঘের সঙ্গে কথা বলছে, আর বাঘও কিভাবে ওই মহিলার কথার উত্তর দিচ্ছে, এটা ভেবেই তাজ্জব হয়ে যাচ্ছে নেটদুনিয়ার বাসিন্দারা।

ভাইরাল ভিডিওটিতে লাইক আর কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন নেটাগরিকরা। কেউ বলেছেন, ‘এমন অলস বাঘ আমি আগে কখনও দেখিনি’। একজন মজা করে বলেছেন, ‘আমাকে যখন কেউ ঘুম থেকে জোর করে ডাকে, তখন আমার অবস্থাও এমনই হয়’।