Thursday, November 13, 2025

সন্তানকে স্ত*ন্যপান করানো অ*ন্যায় ! আদালতে ‘মা’কে শা*স্তি দিলেন বিচারক

Date:

দুধের শিশুকে স্তন্যপান (Breastfeeding the baby) করানোর অভিযোগে শাস্তি পেলেন মা। অবিশ্বাস্যকর এই ঘটনায় কাঠগড়ায় বিচার ব্যবস্থা ! অস্ট্রেলিয়ার (Australia) মেলবোর্নের ভিক্টোরিয়ান কাউন্টি কোর্টে (Victorian County Court) শুনানি চলার সময় একরত্তিকে থেকে স্তন্যপান করাচ্ছিলেন মা (Mother)। তাতেই বেজায় চটলেন বিচারক। কোর্টরুমে এই ‘অন্যায়ের’ শাস্তি পেতে হল মা-কে।

আগামী ১৭ তারিখ মুক্তি পেতে চলেছে রানি মুখোপাধ্যায় (Rani Mukherjee) অভিনীত ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। সিনেমার ট্রেলারে মায়ের যন্ত্রণার কথা ফুটে উঠেছে। সন্তানকে নিজের কাছে রাখার জন্য আদালতের বিচারের পরোয়া করেন না মা। বেশ কয়েক বছর আগে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনার প্রেক্ষিতে এবার ওটিটি প্লাটফর্মে আসছে এই সিনেমা। কিন্তু অস্ট্রেলিয়ার মেলবোর্নের এক আদালতে যে ঘটনা ঘটলো তা সিনেমার থেকে কিছু কম নয়। গত বৃহস্পতিবার একটি মামলার শুনানি চলছিল। সেই সময় কোর্টরুমে বসেই নিজের সন্তানকে স্তন্যপান করাচ্ছিলেন এক মহিলা। শুনানি চলাকালীনই আচমকা ওই মহিলার উদ্দেশে বিচারক বলেন, কোর্টরুমের ভিতর সন্তানকে স্তন্যপান করানো যাবে না। এই আদেশের প্রেক্ষিতে তিনি যুক্তি দেন যে এতে তাঁর মনোযোগ বিঘ্নিত হতে পারে।এরপরই দুধের সন্তান কোলে কোর্টরুমের বাইরে বেরিয়ে যান ওই মহিলা। কিন্তু তাই বলে বিতর্ক আটকে থাকেনি। প্রশ্ন উঠতে শুরু করেছে বিচারকের মানসিকতা নিয়ে। দুধের শিশুর যখন তখন খিদে পেতে পারে, সে ক্ষেত্রে মা একেবারেই উচিত কাজ করেছেন। যেখানে অস্ট্রেলিয়ার সংসদ এবং অন্যান্য দেশের সংসদেও সন্তানকে স্তন্যপান করানোর অনুমতি রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আদালত কীভাবে একজন মা’কে একথা বলতে পারে, তা কল্পনা করতে পারছেন না কেউই।

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version