Monday, August 25, 2025

সন্তানকে স্ত*ন্যপান করানো অ*ন্যায় ! আদালতে ‘মা’কে শা*স্তি দিলেন বিচারক

Date:

দুধের শিশুকে স্তন্যপান (Breastfeeding the baby) করানোর অভিযোগে শাস্তি পেলেন মা। অবিশ্বাস্যকর এই ঘটনায় কাঠগড়ায় বিচার ব্যবস্থা ! অস্ট্রেলিয়ার (Australia) মেলবোর্নের ভিক্টোরিয়ান কাউন্টি কোর্টে (Victorian County Court) শুনানি চলার সময় একরত্তিকে থেকে স্তন্যপান করাচ্ছিলেন মা (Mother)। তাতেই বেজায় চটলেন বিচারক। কোর্টরুমে এই ‘অন্যায়ের’ শাস্তি পেতে হল মা-কে।

আগামী ১৭ তারিখ মুক্তি পেতে চলেছে রানি মুখোপাধ্যায় (Rani Mukherjee) অভিনীত ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। সিনেমার ট্রেলারে মায়ের যন্ত্রণার কথা ফুটে উঠেছে। সন্তানকে নিজের কাছে রাখার জন্য আদালতের বিচারের পরোয়া করেন না মা। বেশ কয়েক বছর আগে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনার প্রেক্ষিতে এবার ওটিটি প্লাটফর্মে আসছে এই সিনেমা। কিন্তু অস্ট্রেলিয়ার মেলবোর্নের এক আদালতে যে ঘটনা ঘটলো তা সিনেমার থেকে কিছু কম নয়। গত বৃহস্পতিবার একটি মামলার শুনানি চলছিল। সেই সময় কোর্টরুমে বসেই নিজের সন্তানকে স্তন্যপান করাচ্ছিলেন এক মহিলা। শুনানি চলাকালীনই আচমকা ওই মহিলার উদ্দেশে বিচারক বলেন, কোর্টরুমের ভিতর সন্তানকে স্তন্যপান করানো যাবে না। এই আদেশের প্রেক্ষিতে তিনি যুক্তি দেন যে এতে তাঁর মনোযোগ বিঘ্নিত হতে পারে।এরপরই দুধের সন্তান কোলে কোর্টরুমের বাইরে বেরিয়ে যান ওই মহিলা। কিন্তু তাই বলে বিতর্ক আটকে থাকেনি। প্রশ্ন উঠতে শুরু করেছে বিচারকের মানসিকতা নিয়ে। দুধের শিশুর যখন তখন খিদে পেতে পারে, সে ক্ষেত্রে মা একেবারেই উচিত কাজ করেছেন। যেখানে অস্ট্রেলিয়ার সংসদ এবং অন্যান্য দেশের সংসদেও সন্তানকে স্তন্যপান করানোর অনুমতি রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আদালত কীভাবে একজন মা’কে একথা বলতে পারে, তা কল্পনা করতে পারছেন না কেউই।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version