Saturday, August 23, 2025

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় দিনে খেলতে নতুন মাইলফলক স্পর্শ রোহিতের

Date:

ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের তৃতীয় দিনে খেলতে নেমে অনন‍্য নজির গড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এদিন ভারতের সপ্তম ব্যাটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ হাজার রান পূর্ণ করলেন তিনি। এদিন ভারতের হয়ে ৪৩৮তম টেস্ট খেলতে নেমে নতুন মাইলফলক স্পর্শ করলেন রোহিত।

শনিবার ২১ রান করার সঙ্গে সঙ্গেই বাইশ গজে নতুন মাইলস্টোন স্পর্শ করেন রোহিত। এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ৩৫ রান করেন তিনি। আর এদিন এই রান করতেই ভারতের সপ্তম ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৭,০০০ রান পূর্ণ করলেন রোহিত।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এই নজির রয়েছে সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিং ধোনি এবং বীরেন্দ্র সেহবাগের। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশি রান করার নজির সচিন তেন্ডুলকরের দখলে। দ্বিতীয় স্থানে বিরাট।

এদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান করলেন শুভমন গিল। বাংলাদেশে গিয়ে টেস্ট জীবনের প্রথম শতরান করেছিলেন শুভমন। তবু ভারতীয় দলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম দু’টি টেস্টে বসে থাকতে হয়েছিল গিলকে। প্রথম  দু’টি টেস্টে রাহুল ব্যর্থ হওয়ার পর শিকে ছেঁড়ে শুভমনের। ইন্দোরে তৃতীয় টেস্টে সেভাবে রান না পেলেও আহমেদাবাদে স্বমহিমায় শুভমন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট জীবনের দ্বিতীয় শতরান করে ফেললেন তিনি। এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২৮ রান করেন শুভমন।

আরও পড়ুন:সোনার গ্লাভস পেয়েও সন্তুষ্ট নন বাগান গোলরক্ষক, লক্ষ‍্য অন‍্য, জানালেন বিশাল কাইথ

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version