Tuesday, November 4, 2025

নিয়োগ বাতিলের তালিকায় মেয়ের নাম! ফেঁসে গিয়ে কী সাফাই দিচ্ছেন বিজেপি নেতা?

Date:

নিয়োগ দুর্নীতি মামলার (Recruirment Scam) জট যত খুলছে, ততই উঠে আসছে নতুন নতুন তথ্য। আদালতের হস্তক্ষেপে সদ্য এসএসসি গ্রুপ-সি (Group C) নিয়োগ বাতিলের তালিকা প্রকাশিত হয়েছে। সেই তালিকায় জ্বল জ্বল করছে বিজেপি নেতার মেয়ের (BJP Leader Daughter) নাম। প্রাক্তন বিজেপি বিধায়ক দুলাল বরের (Dulal Bar) কন্যা বৈশাখী বরের নাম রয়েছে গ্রুপ-সি নিয়োগ বাতিলের তালিকায়। গতকাল, শুক্রবার আদালতের নির্দেশে চাকরি বাতিলের যে তালিকা প্রকাশিত হয়েছে সেখানে ৪২৮ নম্বরে নাম দুলাল বরের মেয়ে বৈশাখীর (Baishakhi)। অভিযোগ, বিজেপি নেতার জামাইয়ের সঙ্গে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত চন্দন মণ্ডলের (Chandan Mondal) যোগাযোগ ছিল। সেই সুবাদেই চাকরি।

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের একটি স্কুলে কর্মরত ছিলেন বিজেপি নেতা দুলাল বরের মেয়ে বৈশাখী।যদিও এ বিষয়ে মেয়ের শ্বশুর বাড়ির দিকেই আঙুল তুলেছেন বিজেপি নেতা। বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বরের দাবি, তিনি কাউকে এক টাকাও কখনো দেননি। মেয়ের বিয়ের পরে কার সঙ্গে যোগাযোগ করেছে বা কিভাবে চাকরি পেয়েছে তা তিনি জানেন না। চন্দন মণ্ডলের সঙ্গে জামাইয়ের কোনও যোগাযোগ ছিল কি না তাও তিনি জানেন না বলেই দাবি।

দুলাল বরের কথায়, “পাঁচ-সাত বছর আগে মেয়ের বিয়ে হয়ে গিয়েছে৷ নদিয়ায় মেয়েকে বিয়ে দিয়েছিলাম৷ বারাকপুরে কোন একটি স্কুলে এসে চাকরি করে৷ কীভাবে চাকরি পেয়েছে তা মেয়েই বলতে পারবে৷ মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুরবাড়ির প্রভাবই থাকে। আমি সারাজীবন কারও কাছ থেকে টাকা নিইনি কাওকে টাকা দিইওনি।”

তবে অভিযোগ, চন্দন মণ্ডকের সঙ্গে প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা দুলাল বরের সরাসরি যোগাযোগ ছিল। বিজেপি নেতার বাড়িতে নিয়মিত আসা-যাওয়া ছিল চন্দনের। এখন ফেঁসে গিয়ে কিছু জানেন না বলে সাফাই গাইছেন বিজেপি নেতা।

 

 

Related articles

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...

পাখির চোখ মহিলা ভোটব্যাঙ্ক: ক্ষমতায় এলে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি তেজস্বীর

পথিকৃত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর মস্তিষ্কপ্রসূত লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন ভাবে দিচ্ছে দেশের অন্যান্য কয়েকটি রাজ্যের...

প্রয়াণ দিবসে সুব্রতকে স্মরণ, দীর্ঘদিনের সৈনিককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

দক্ষ প্রশাসক, বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়ের( Subrata Mukharjee) আজ প্রয়াণ দিবস। তাঁর প্রয়াণ দিবসে উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ও...
Exit mobile version