Friday, August 22, 2025

নিয়োগ বাতিলের তালিকায় মেয়ের নাম! ফেঁসে গিয়ে কী সাফাই দিচ্ছেন বিজেপি নেতা?

Date:

নিয়োগ দুর্নীতি মামলার (Recruirment Scam) জট যত খুলছে, ততই উঠে আসছে নতুন নতুন তথ্য। আদালতের হস্তক্ষেপে সদ্য এসএসসি গ্রুপ-সি (Group C) নিয়োগ বাতিলের তালিকা প্রকাশিত হয়েছে। সেই তালিকায় জ্বল জ্বল করছে বিজেপি নেতার মেয়ের (BJP Leader Daughter) নাম। প্রাক্তন বিজেপি বিধায়ক দুলাল বরের (Dulal Bar) কন্যা বৈশাখী বরের নাম রয়েছে গ্রুপ-সি নিয়োগ বাতিলের তালিকায়। গতকাল, শুক্রবার আদালতের নির্দেশে চাকরি বাতিলের যে তালিকা প্রকাশিত হয়েছে সেখানে ৪২৮ নম্বরে নাম দুলাল বরের মেয়ে বৈশাখীর (Baishakhi)। অভিযোগ, বিজেপি নেতার জামাইয়ের সঙ্গে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত চন্দন মণ্ডলের (Chandan Mondal) যোগাযোগ ছিল। সেই সুবাদেই চাকরি।

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের একটি স্কুলে কর্মরত ছিলেন বিজেপি নেতা দুলাল বরের মেয়ে বৈশাখী।যদিও এ বিষয়ে মেয়ের শ্বশুর বাড়ির দিকেই আঙুল তুলেছেন বিজেপি নেতা। বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বরের দাবি, তিনি কাউকে এক টাকাও কখনো দেননি। মেয়ের বিয়ের পরে কার সঙ্গে যোগাযোগ করেছে বা কিভাবে চাকরি পেয়েছে তা তিনি জানেন না। চন্দন মণ্ডলের সঙ্গে জামাইয়ের কোনও যোগাযোগ ছিল কি না তাও তিনি জানেন না বলেই দাবি।

দুলাল বরের কথায়, “পাঁচ-সাত বছর আগে মেয়ের বিয়ে হয়ে গিয়েছে৷ নদিয়ায় মেয়েকে বিয়ে দিয়েছিলাম৷ বারাকপুরে কোন একটি স্কুলে এসে চাকরি করে৷ কীভাবে চাকরি পেয়েছে তা মেয়েই বলতে পারবে৷ মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুরবাড়ির প্রভাবই থাকে। আমি সারাজীবন কারও কাছ থেকে টাকা নিইনি কাওকে টাকা দিইওনি।”

তবে অভিযোগ, চন্দন মণ্ডকের সঙ্গে প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা দুলাল বরের সরাসরি যোগাযোগ ছিল। বিজেপি নেতার বাড়িতে নিয়মিত আসা-যাওয়া ছিল চন্দনের। এখন ফেঁসে গিয়ে কিছু জানেন না বলে সাফাই গাইছেন বিজেপি নেতা।

 

 

Related articles

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...
Exit mobile version