Thursday, November 6, 2025

অনুব্রতকে জেরার মধ্যেই সুকন্যাকে ফোন! কেষ্ট-কন্যাকে কী জানাল ইডি?

Date:

গরু পাচার কাণ্ডের (Cow Smuggling Case) তদন্তে এবার অনুব্রত কন্যা সুকন্যাকে (Sukanya Mondal) ফোন করল ইডি (Enforcement Directorate)। গরু পাচারে কালো টাকার (Black Money) সন্ধান পেতেই শনিবার সুকন্যা ও অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক (Accountant) মণীশ কোঠারিকে ফোন করল ইডি। আগামী সপ্তাহে দিল্লিতে তলবের কথা জানিয়ে তাঁদের দুজনকেই তৈরি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ইডি আধিকারিক ফোন করে স্পষ্ট জানিয়েছেন, দিল্লি আসার একদিন আগেই তাঁদের দুজনকে ফোন করে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

ইডি সূত্রের খবর, সুকন্যা ও মণীশ কোঠারিকে অনুব্রতর মুখোমুখি বসিয়ে গরুপাচারের টাকার সন্ধান পেতে একাধিক প্রশ্ন করা হতে পারে। তবে বিপুল সম্পত্তি, রাইস মিল, অগাধ ব্যাঙ্ক ব্যালেন্সের কারণ অনুসন্ধানে একাধিক প্রশ্ন তৈরি করে আগেই দফায় দফায় ইডির জেরার মুখে পড়তে হয়েছে অনুব্রতকে। কিন্তু অনুব্রতর কথায় অসঙ্গতি থাকায় এবার দিল্লিতে মেয়ে ও হিসাবরক্ষককে তলবের ভাবনা ইডির। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা মনে করছেন তিনজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করলেই উঠে আসতে পারে একের পর এক তথ্য। আর সেকারণেই শনিবার দুজনকে ফোন করে আগাম সতর্ক থাকার নির্দেশ ইডি আধিকারিকদের।

জানা গিয়েছে, দুজন বাঙালি আধিকারিককে দিয়েই অনুব্রত মণ্ডলের গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চালানো হচ্ছে। ইডির জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ায় ওই দুই বাঙালি অফিসারই মূলত জিজ্ঞাসাবাদ করছেন অনুব্রতকে কারণ দিল্লির স্থানীয় আধিকারিকরা ভাষাগত সমস্যার কারণে জিজ্ঞাসাবাদ করতে পারছেন না। তবে অনুব্রত সাফ জানিয়েছেন, তিনি হিন্দি জানেন না, হিন্দি বোঝেনও না। তাই তিনি শুধুমাত্র বাংলাতেই কথা বলবেন।

 

 

 

Related articles

তোমরা একা নও, পৃথিবী তোমাদের সঙ্গে আছে: ৩১ তম KIFF-এর মঞ্চে আঞ্চলিক ভাষার চলচ্চিত্রকে গুরুত্ব মুখ্যমন্ত্রীর

”আন্তর্জাতিক ছবির পাশাপাশি থাকবে দেশীয় সিনেমা এবং বোরো, টুলু-র মতো আঞ্চলিক ভাষার চলচ্চিত্রও (Cinema)। এর মাধ্যমে এমন মানুষদের...

চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকেই যুবভারতী হকি স্টেডিয়ামের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

বাংলার খেলার মুকুটে জুড়ল নয়া পালক। রাজ্য সরকারের তহবিলে তৈরি যুবভারতী হকি স্টেডিয়ামের(VYBK Hockey Stadium) উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী...

বঙ্গবিভূষণ আরতি-শত্রুঘ্ন: মঞ্চে আবেগাপ্লুত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী, মমতার ভূয়সী প্রশংসা অভিনেতা-সাংসদের

৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) উদ্বোধনের মঞ্চে বাংলার সর্বোচ্চ সম্মান বঙ্গবিভূষণ দেওয়া হল বিখ্যাত সঙ্গীতশিল্পী আরতি মুখোপাধ্যায়...

ম্যাচ আয়োজনে চূড়ান্ত ব্যর্থতা, বোর্ডের কড়া চিঠি সিএবিকে

মাত্র কয়েক মাস আগেই ক্ষমতায় এসেছে সিএবির(CAB) নতুন কমিটি। সভাপতির নাম স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু ম্যাচ আয়োজন করতে...
Exit mobile version