Saturday, August 23, 2025

গরু পাচার কাণ্ডের (Cow Smuggling Case) তদন্তে এবার অনুব্রত কন্যা সুকন্যাকে (Sukanya Mondal) ফোন করল ইডি (Enforcement Directorate)। গরু পাচারে কালো টাকার (Black Money) সন্ধান পেতেই শনিবার সুকন্যা ও অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক (Accountant) মণীশ কোঠারিকে ফোন করল ইডি। আগামী সপ্তাহে দিল্লিতে তলবের কথা জানিয়ে তাঁদের দুজনকেই তৈরি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ইডি আধিকারিক ফোন করে স্পষ্ট জানিয়েছেন, দিল্লি আসার একদিন আগেই তাঁদের দুজনকে ফোন করে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

ইডি সূত্রের খবর, সুকন্যা ও মণীশ কোঠারিকে অনুব্রতর মুখোমুখি বসিয়ে গরুপাচারের টাকার সন্ধান পেতে একাধিক প্রশ্ন করা হতে পারে। তবে বিপুল সম্পত্তি, রাইস মিল, অগাধ ব্যাঙ্ক ব্যালেন্সের কারণ অনুসন্ধানে একাধিক প্রশ্ন তৈরি করে আগেই দফায় দফায় ইডির জেরার মুখে পড়তে হয়েছে অনুব্রতকে। কিন্তু অনুব্রতর কথায় অসঙ্গতি থাকায় এবার দিল্লিতে মেয়ে ও হিসাবরক্ষককে তলবের ভাবনা ইডির। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা মনে করছেন তিনজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করলেই উঠে আসতে পারে একের পর এক তথ্য। আর সেকারণেই শনিবার দুজনকে ফোন করে আগাম সতর্ক থাকার নির্দেশ ইডি আধিকারিকদের।

জানা গিয়েছে, দুজন বাঙালি আধিকারিককে দিয়েই অনুব্রত মণ্ডলের গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চালানো হচ্ছে। ইডির জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ায় ওই দুই বাঙালি অফিসারই মূলত জিজ্ঞাসাবাদ করছেন অনুব্রতকে কারণ দিল্লির স্থানীয় আধিকারিকরা ভাষাগত সমস্যার কারণে জিজ্ঞাসাবাদ করতে পারছেন না। তবে অনুব্রত সাফ জানিয়েছেন, তিনি হিন্দি জানেন না, হিন্দি বোঝেনও না। তাই তিনি শুধুমাত্র বাংলাতেই কথা বলবেন।

 

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version