Tuesday, November 4, 2025

উলটপুরাণ! পণ দিতে পারেনি পাত্রপক্ষ, বিয়ে ভাঙলেন পাত্রী

Date:

পণ ২ লক্ষেরও বেশি টাকা না, পাত্রপক্ষের ছিল না। বিয়ে করতে বিশাল অঙ্কের টাকা চেয়েছিল পাত্রীপক্ষ। কিন্তু সময়মত সেই দাবিপূরণ করতে পারেনি পাত্রপক্ষ।তাই শেষমুহূর্তে বিয়ে বাতিল করলেন হায়দরাবাদের এক আদিবাসী পাত্রী। ফলে বিয়ের আসর থেকে ফিরে যেতে বাধ্য হন আদিবাসী তরুণীর হবু স্বামী। এই অভিযোগ করে ওই পাত্রীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয় পাত্রপক্ষ।


আরও পড়ুন:‘মানা কি কুছ নহীঁ গালিব’, উৎপল সিনহার কলম

সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে হায়দরাবাদ থেকে কিছুটা দূরে ঘাটকেসর এলাকায় বিয়ের অনুষ্ঠান ছিল। পুচারাম গ্রাম থেকে বরযাত্রীদের সঙ্গে নিয়ে সময় মতো বিয়ের আসরে হাজির হন পাত্র। অশ্বরাওপেট গ্রাম থেকে বিয়ের আসরে আসার কথা ছিল পাত্রীরও। তবে দীর্ঘ ক্ষণ কেটে গেলেও পাত্রীর দেখা নেই। তড়িঘড়ি পাত্রীর হোটেলে ছুটে যান পাত্রের পরিবারের সদস্যরা। অভিযোগ, সে সময় পাত্রপক্ষের কাছ থেকে ২ লক্ষের বেশি টাকা পণের দাবি করেন পাত্রী। সে খবর জানতে পেরে মণ্ডপ ছেড়ে বেরিয়ে যান পাত্র।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনায় থানায় গিয়ে নালিশ জানিয়েছেন পাত্রপক্ষ। সেখানে পাত্রীকে তলব করেন পুলিশ আধিকারিকেরা। সংবাদমাধ্যমের কাছে পুলিশের এক শীর্ষকর্তা বলেন, ‘‘মৌখিক ভাবে নালিশ জানালেও পাত্রীর বিরুদ্ধে কোনও লিখিত অভিযোগ করেনি পাত্রপক্ষ। ফলে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। নিজেদের মধ্যে আলোচনার পর বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দুই পরিবারের সদস্যেরা।’’

পুলিশের দাবি, পাত্রপক্ষ পরে ২ লক্ষ টাকা পণ দিলেও বিয়েতে রাজি হননি পাত্রী। ওই পুলিশকর্তার দাবি, ‘‘মনে হচ্ছে, এই বিয়েতে গোড়া থেকেই আগ্রহী ছিলেন না পাত্রী। সে কারণেই পণের দাবি করেছিলেন। এমনকি, তিনি নিজে বিয়ের মণ্ডপে যাননি।’’

 

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version