Thursday, August 21, 2025

ফের নির্মম হত্যাকাণ্ড যোগীরাজ্যে। সম্পত্তি হাতাতে ধারালো অস্ত্র দিয়ে বাবাকেই গলা কেটে খুনের অভিযোগ উঠল বড় ছেলের বিরুদ্ধে। শুধুমাত্র খুন করেই থেমে থাকেনি গুণধর পুত্র , খুনের পর দেহ টুকরো করে সুটকেসে ভরে নির্জন জায়গায় ফেলে আসে সে। উত্তরপ্রদেশের গোরক্ষপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

মৃতের ছোট ছেলেই দাদার কুকীর্তির বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানায়। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। পুলিশের জেরায় খুনের কথা স্বীকারও করেছে গুণধর ছেলে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মুরলিধর গুপ্ত (৬২)। বড় ছেলে সন্তোষকুমার গুপ্ত ওরফে প্রিন্স তার বাবাকে খুন করে বলে অভিযোগ। শনিবার রাতে এই ঘটনাটি ঘটে। তিওয়ারিপুর থানার অন্তর্গত সুরজ কুন্ড কলোনিতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩০ বছরের প্রিন্স বেশ কিছুদিন ধরে বাবার সমস্ত সম্পত্তি হাতানোর মতলব করেছিলেন। এই নিয়ে নিত্য ঝামেলা লেগেই থাকত পরিবারে। অভিযোগ, শনিবার রাতে বাড়িতে মুরলিধর একা ছিলেন।
সেই সময় বাবাকে সম্পত্তি লিখে দেওয়ার কথা বলে প্রিন্স। বাবা ও ছেলের মধ্যে তুমুল বচসা শুরু হয়। হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে বাবাকে গলা কেটে খুন করেন প্রিন্স। এর পর দেহ টুকরো করে সুটকেসে ভরে এলাকার নির্জন রাস্তার ধারে ফেলে আসেন।
রবিবার অভিযুক্তের ভাই প্রশান্ত গুপ্ত থানায় প্রিন্সের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তদন্তে নামে পুলিশ। মুরলিধরের দেহাংশ উদ্ধারও করেছে পুলিশ। প্রশান্তের বক্তব্য, রাতে প্রিন্স স্কুটার নিয়ে বের হয়। তখনই তার সন্দেহ হয়। এরপর তিনি খেয়াল করেন যে রক্তে ভেসে যাচ্ছে বাবার ঘর।
সঙ্গে সঙ্গে তিনি থানায় গিয়ে দাদার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তার সন্দেহের কথা জানান। পুলিশি জেরায় বাবাকে খুনের কথা স্বীকার করেছে প্রিন্স।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version