Wednesday, August 27, 2025

চলচ্চিত্রের বিশ্বমঞ্চে দেশবাসীকে গর্বিত করে দুটি অস্কার ছিনিয়ে নিয়েছে ভারত(India)। তবে লড়াইয়ের মঞ্চে মনোনীত হয়েও অল্পের জন্য অস্কার হাতছাড়া হলো বাঙালির। জলবায়ু পরিবর্তনকে কেন্দ্র করে তথ্যচিত্র বানিয়েছিলেন বাঙালি পরিচালক শৌনক সেন(Shounak Sen)। তাঁর ছবি অল দ্যাট ব্রিদস(All That Breathes) ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। অস্কারের লড়াইয়ে ছিল এই তথ্যচিত্রটি (documentary। তবে শেষ মুহূর্তে হাতছাড়া হলো সেরার সম্মান।

অল দ্য বিউটি অ্যান্ড দ্য ব্লাডশেড, ফায়ার অফ লাভ, আ হাউজ মেড অফ স্প্লিন্টারস এবং নাভালনির সঙ্গে লড়াই করছিল অল দ্যাট ব্রিদস। অবশেষে অস্কারের মঞ্চে সেরা তথ্যচিত্র নির্বাচিত হয়েছে ড্যানিয়েল রোহারের নাভালনি। রাশিয়ার পুতিন বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির উপর নভিচক প্রয়োগ করার ঘটনা নিয়েই তৈরি ড্যানিয়েলের তথ্যচিত্র। সেরার লড়াইয়ে অল দ্যাট ব্রিদস ছিটকে যাওয়ায় মন ভেঙেছে বাঙালির।

উল্লেখ্য, মহম্মদ সাউদ এবং নাদিম শেহজাদ নামে দুই ভাইয়ের কাহিনি দেখানো হয়েছে এই তথ্যচিত্রে। ভয়াবহ দূষণের জেরে বিপন্ন চিল পাখিদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে চলেছেন এই দুই ভাই। বাড়ির নীচে একটি বিশেষ হাসপাতাল বানিয়ে পাখিদের চিকিৎসা করছেন তাঁরা। আসলে দিল্লিতে দূষণের মাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে। যার জেরে ওই শহর থেকে বিলুপ্ত হতে বসেছে চিল। মাঝেমধ্যেই আকাশে উড়তে উড়তে পড়ে যাচ্ছে চিল পাখিরা। স্বাভাবিকভাবেই আহত হচ্ছে তারা। এই পড়ে যাওয়া পাখিদের উদ্ধার করে আবার স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টা করে চলেছেন সাউদ ও শেহজাদ। দূষণের এই ভয়াবহতার ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে তথ্যচিত্রটি।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version