Sunday, November 16, 2025

ফের খারিজ জামিনের (Bail) আবেদন। আরও ১০ দিন ইডি হেফাজতেই (ED Custody) থাকতে হবে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া শান্তনু বন্দ্যোপাধ্যায়কে (Shantanu Banerjee)। মামলার পরবর্তী শুনানির দিন ২৪ মার্চ ধার্য করেছে ব্যাঙ্কশাল আদালত (Bankshal Court)। সোমবার সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে আদালতে যাওয়ার আহে নিয়োগ দুর্নীতিতে ‘মাস্টারমাইন্ড’-র (Mastermind) নাম সংবাদমাধ্যমের সামনে নিয়ে আসেন শান্তনু। তিনি সাফ জানান, এই মামলার মূল মাথা কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। পাশাপাশি কুন্তলের বিরুদ্ধে টাকা রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যেও পাঠানোর অভিযোগ তুলেছেন শান্তনু।

অন্যদিকে, এদিন আদলতে ইডি দাবি করে, শান্তনুর মোবাইল (Mobile) থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বহু গুরুত্বপূর্ণ নথি পাওয়া গিয়েছে। দুই আইফোনে না কি এমন অনেক নাম পাওয়া গিয়েছে যা শুনলে চমকে যেতে হবে। একই সঙ্গে ইডির দাবি, আগে এই দুর্নীতিতে আর্থিক অঙ্কের পরিমাণ ১১১ কোটি মনে করা হলেও এখন দেখা যাচ্ছে তা ৩৫০ কোটি টাকার। সোমবার ব্যাঙ্কশাল কোর্টের (ED) সওয়াল জবাবে উঠে আসে শান্তনুর বিপুল সম্পত্তির কথাও। পাশাপাশি এদিন ইডি আদালতে জানায়, শান্তনু যদি এই সব সম্পত্তির বিষয়ে কিছু জানেন না বলেন, তাহলে তাঁর স্ত্রীকেও তদন্তের আওতায় আনা হোক। একই সঙ্গে ইডি আদালতকে জানিয়েছে, শান্তনুর বাড়ি থেকে ৩০০ জন চাকরিপ্রার্থীর নামের তালিকা পাওয়া গিয়েছে। এই তালিকায় নাম থাকা বেশ কয়েকজন চাকরিও পেয়েছেন।

তবে এদিন আদালতে সওয়াল জবাব চলাকালীন শান্তনুর আইনজীবী জামিনের আর্জি জানালেও তার বিরোধিতা করেন ইডি আধিকারিকরা। তাঁরা বিচারপতিকে জানান, এখনও কিছু দিন তাঁকে নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। আর তারপরই রায়দান স্থগিত রাখেন বিচারক। তবে দুপক্ষের সওয়াল জবাব শুনে বিচারক আরও ১০ দিন ইডি হেফাজতের নির্দেশ দেন শান্তনুর।

 

Related articles

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...
Exit mobile version