Thursday, August 28, 2025

চলচ্চিত্রের বিশ্বমঞ্চে দেশবাসীকে গর্বিত করে দুটি অস্কার ছিনিয়ে নিয়েছে ভারত(India)। তবে লড়াইয়ের মঞ্চে মনোনীত হয়েও অল্পের জন্য অস্কার হাতছাড়া হলো বাঙালির। জলবায়ু পরিবর্তনকে কেন্দ্র করে তথ্যচিত্র বানিয়েছিলেন বাঙালি পরিচালক শৌনক সেন(Shounak Sen)। তাঁর ছবি অল দ্যাট ব্রিদস(All That Breathes) ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। অস্কারের লড়াইয়ে ছিল এই তথ্যচিত্রটি (documentary। তবে শেষ মুহূর্তে হাতছাড়া হলো সেরার সম্মান।

অল দ্য বিউটি অ্যান্ড দ্য ব্লাডশেড, ফায়ার অফ লাভ, আ হাউজ মেড অফ স্প্লিন্টারস এবং নাভালনির সঙ্গে লড়াই করছিল অল দ্যাট ব্রিদস। অবশেষে অস্কারের মঞ্চে সেরা তথ্যচিত্র নির্বাচিত হয়েছে ড্যানিয়েল রোহারের নাভালনি। রাশিয়ার পুতিন বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির উপর নভিচক প্রয়োগ করার ঘটনা নিয়েই তৈরি ড্যানিয়েলের তথ্যচিত্র। সেরার লড়াইয়ে অল দ্যাট ব্রিদস ছিটকে যাওয়ায় মন ভেঙেছে বাঙালির।

উল্লেখ্য, মহম্মদ সাউদ এবং নাদিম শেহজাদ নামে দুই ভাইয়ের কাহিনি দেখানো হয়েছে এই তথ্যচিত্রে। ভয়াবহ দূষণের জেরে বিপন্ন চিল পাখিদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে চলেছেন এই দুই ভাই। বাড়ির নীচে একটি বিশেষ হাসপাতাল বানিয়ে পাখিদের চিকিৎসা করছেন তাঁরা। আসলে দিল্লিতে দূষণের মাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে। যার জেরে ওই শহর থেকে বিলুপ্ত হতে বসেছে চিল। মাঝেমধ্যেই আকাশে উড়তে উড়তে পড়ে যাচ্ছে চিল পাখিরা। স্বাভাবিকভাবেই আহত হচ্ছে তারা। এই পড়ে যাওয়া পাখিদের উদ্ধার করে আবার স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টা করে চলেছেন সাউদ ও শেহজাদ। দূষণের এই ভয়াবহতার ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে তথ্যচিত্রটি।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version