Friday, August 22, 2025

ফের খারিজ জামিনের (Bail) আবেদন। আরও ১০ দিন ইডি হেফাজতেই (ED Custody) থাকতে হবে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া শান্তনু বন্দ্যোপাধ্যায়কে (Shantanu Banerjee)। মামলার পরবর্তী শুনানির দিন ২৪ মার্চ ধার্য করেছে ব্যাঙ্কশাল আদালত (Bankshal Court)। সোমবার সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে আদালতে যাওয়ার আহে নিয়োগ দুর্নীতিতে ‘মাস্টারমাইন্ড’-র (Mastermind) নাম সংবাদমাধ্যমের সামনে নিয়ে আসেন শান্তনু। তিনি সাফ জানান, এই মামলার মূল মাথা কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। পাশাপাশি কুন্তলের বিরুদ্ধে টাকা রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যেও পাঠানোর অভিযোগ তুলেছেন শান্তনু।

অন্যদিকে, এদিন আদলতে ইডি দাবি করে, শান্তনুর মোবাইল (Mobile) থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বহু গুরুত্বপূর্ণ নথি পাওয়া গিয়েছে। দুই আইফোনে না কি এমন অনেক নাম পাওয়া গিয়েছে যা শুনলে চমকে যেতে হবে। একই সঙ্গে ইডির দাবি, আগে এই দুর্নীতিতে আর্থিক অঙ্কের পরিমাণ ১১১ কোটি মনে করা হলেও এখন দেখা যাচ্ছে তা ৩৫০ কোটি টাকার। সোমবার ব্যাঙ্কশাল কোর্টের (ED) সওয়াল জবাবে উঠে আসে শান্তনুর বিপুল সম্পত্তির কথাও। পাশাপাশি এদিন ইডি আদালতে জানায়, শান্তনু যদি এই সব সম্পত্তির বিষয়ে কিছু জানেন না বলেন, তাহলে তাঁর স্ত্রীকেও তদন্তের আওতায় আনা হোক। একই সঙ্গে ইডি আদালতকে জানিয়েছে, শান্তনুর বাড়ি থেকে ৩০০ জন চাকরিপ্রার্থীর নামের তালিকা পাওয়া গিয়েছে। এই তালিকায় নাম থাকা বেশ কয়েকজন চাকরিও পেয়েছেন।

তবে এদিন আদালতে সওয়াল জবাব চলাকালীন শান্তনুর আইনজীবী জামিনের আর্জি জানালেও তার বিরোধিতা করেন ইডি আধিকারিকরা। তাঁরা বিচারপতিকে জানান, এখনও কিছু দিন তাঁকে নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। আর তারপরই রায়দান স্থগিত রাখেন বিচারক। তবে দুপক্ষের সওয়াল জবাব শুনে বিচারক আরও ১০ দিন ইডি হেফাজতের নির্দেশ দেন শান্তনুর।

 

Related articles

এখনও নিখোঁজ সন্তান-সহ রুশ বধূ! ভিক্টোরিয়া বসুর বিরুদ্ধে দায়ের FIR

এখনও নিখোঁজ রুশ বধূ ও তাঁর শিশু সন্তান। রুশ (Russian) প্রশাসন মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাসের আধিকারিকদের কাছে জানিয়েছে,...

নর্থইস্টের ভিডিও দেখেই নীল নক্সা সাজাচ্ছেন কিবু

রাত পোহালেই ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালের লড়াইয়ে নামবে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। সেই ম্যাচ নিয়েই চলছে জোর...

সুপ্রিম কোর্টে ধাক্কা কমিশনের: ভোটার তালিকায় নাম জুড়তে বড় ঘোষণা

বিহার নির্বাচনের আগে ৬৫ লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত করেছিল নির্বাচন কমিশন (Election Commission),...

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...
Exit mobile version