শরীর সচল রাখতে কিডনির ভূমিকা অপরিসীম। মানবদেহে কিডনির গুরুত্ব ও কিডনির রোগ সম্পর্কে সচেতনা বাড়াতে এবার বিশ্ব কিডনি দিবস পালিত হল কলকাতাতেও।
ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ ১০মার্চ বিশ্ব কিডনি দিবস উদযাপন করল। এ বছরের বিশ্ব কিডনি দিবসের বিষয় ছিল “সবার জন্য কিডনি স্বাস্থ্য”।
প্রাপ্ত বয়স্কদের পাশাপাশি শিশুরাও কিডনির অসুখে আক্রান্ত হচ্ছেন। এটাই চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ কলকাতার শিশু নেফ্রোলজি বিভাগ, শিশুদের কিডনির অসুখ নিয়ে চিন্তিত। তাই বিশ্ব কিডনি দিবসে তারা এই অভিনব উদ্যোগ নিয়েছিলেন।
ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের ডিরেক্টর অপূর্ব ঘোষ জানিয়েছেন, কিডনি প্রাপ্ত বয়স্কদের অসুখ, এমন প্রচার থাকলেও দেখা যাচ্ছে শিশুরাও আজকাল কিডনির অসুখে আক্রান্ত হচ্ছেন। কিডনির অসুখের সঙ্গে লড়াইয়ের মুল মন্ত্র হল সচেতনতা, একমাত্র তবেই পরিপূর্ন শৈশব ও সুন্দর জীবন পাওয়া সম্ভব।
ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ কলকাতার শিশু নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান রাজীব সিনহা শিশু শরীরে কিডনির গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে ব্যাখ্যা করেন। এছাড়াও ছিলেন পেডিয়াট্রিক মেডিসিনের বিভাগীয় প্রধান জয়দেব রায়, কলকাতায় ইতালির কনস্যুলেট জেনারেল গুআনরুসা রুবাত্তি সহ বিশিষ্টরা।