Friday, January 2, 2026

উপাচার্য নিয়োগের এক্তিয়ার শুধুমাত্র আচার্যের, নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিয়োগ বা পুনর্নিয়োগের ক্ষমতা নেই রাজ্য সরকারের। আজ, মঙ্গলবার এমনই রায় দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। আদালতের নির্দেশ, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্যদের একমাত্র নিয়োগ করতে পারবেন আচার্য, অর্থাৎ রাজ্যপাল। ফলে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্যের আর কোনও ক্ষমতা থাকলো না। একইসঙ্গে আদালতের নির্দেশ, রাজ্যের নিয়োগ করা সকল উপাচার্যকে পদ থেকে খারিজ করতে হবে।

এই রায়ের ফলে সম্প্রতি আচার্য তথা রাজ্যপাল উপাচার্যদের অন্তর্বর্তিকালীন যে নিয়োগ করেছিলেন, সেটা নিয়েও প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে শিক্ষা মহলে। সংশ্লিষ্ট মহলের একাংশের দাবি, সম্প্রতি শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করে আচার্য তথা বর্তমান রাজ্যপাল সি ভি আনন্দ বোস একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তিন মাসের জন্য পুনর্নিয়োগ করেছিলেন। অর্থাৎ তা “বৈধ”। আদালত বলেছে, উপাচার্যদের নিয়োগ করতে পারবেন আচার্য অর্থাৎ রাজ্যপাল। ফলে এই রায়ের প্রভাব সেই উপাচার্যদের উপর পড়বে না। আবার অন্য একটি ব্যাখ্যা হল, আচার্য যে নিয়োগ করেছিলেন, “অন্তর্বর্তিকালীন”। ফলে আদালতের এই রায়ের ফলে সেই নিয়োগ নিয়েও নতুন করে জটিলতা তৈরি হতে পারে।

প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বরে পশ্চিমবঙ্গের তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকড় রাজ্যের ২৪টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তুলেছিলেন। রাজ্যপালের দেওয়া তালিকায় গৌড়বঙ্গ, আলিপুরদুয়ার, বর্ধমানের মতো বিশ্ববিদ্যালয়ের নামও ছিল। এরপর কলকাতা, যাদবপুর, প্রেসিডেন্সি, রবীন্দ্রভারতী-সহ রাজ্যের ২৪টি বিশ্ববিদ্যালয়ে নিয়মবহির্ভূত ভাবে উপাচার্য নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ এনে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। সেই মামলার রায়েই মঙ্গলবার কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল, বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগ বা পুনর্নিয়োগের এক্তিয়ার রাজ্যের নেই।

এ প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাঁর প্রাথমিক প্রতিক্রিয়াতে আদালতের রায়ের সঙ্গে সহমত পোষণ করেন। তখনই প্রশ্ন ওঠে, তাহলে রাজ্য সরকার আগে অন্তর্বর্তিকালীন নিয়োগ কেন করেছিল? শিক্ষামন্ত্রীর স্পষ্ট উত্তর, তখন পরিস্থিতি অন্যরকম ছিল। এখন তা পাল্টেছে। ফলে এখন থেকে আচার্য বা রাজ্যপালের অনুমোদনেই উপাচার্য নিয়োগ হবে।

আরও পড়ুন:ভোপাল গ্যাস দুর্ঘটনায় দুর্গতদের অতিরিক্ত ক্ষতিপূরণ নিয়ে কেন্দ্রের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে


 

 

spot_img

Related articles

উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে ঊর্ধ্বমুখী পারদ

বছরের শুরু থেকেই শীতের (winter) আমেজ একটু একটু করে কমতে শুরু করেছে। প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও তাপমাত্রার...

আজ বারুইপুরে অভিষেকের সভায় ক্রস র‍্যাম্প স্টাইলে তৈরি মঞ্চ, জনপ্লাবনের সম্ভাবনায় সতর্ক প্রশাসন

ছাব্বিশের শুরুতেই নির্বাচনী প্রস্তুতির ময়দানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী...

নতুন বছরের পয়লা দিনে ‘ফার্স্ট বয়’ ইকোপার্ক, পর্যটকদের ভিড়ে দ্বিতীয় স্থান চিড়িয়াখানার

বড়দিনের ভিড়কে টেক্কা দিয়ে ২০২৬-র পয়লা জানুয়ারি নিজের রেকর্ড নিজেই ভাঙলো ইকো পার্ক (Eco Park)। পরিসংখ্যান বলছে বৃহস্পতিবার...

ছুটিতে হাতে–কলমে পরিবেশ শিক্ষা, প্রস্তাব শিশু অধিকার কমিশনের

স্কুলপড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে ছুটির সময় হাতে–কলমে পরিবেশ সংক্রান্ত প্রকল্প চালুর প্রস্তাব দিল রাজ্য শিশু অধিকার সুরক্ষা...