Saturday, August 23, 2025

“দেশে একজন শিক্ষিত প্রধানমন্ত্রী প্রয়োজন”, মোদিকে তোপ কেজরিওয়ালের

Date:

ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠল। এবার প্রশ্ন তুললেন আম আদমি পার্টির শীর্ষনেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মধ্যপ্রদেশে দলীয় জনসভায় মোদিকে নিশানা করলেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর খোঁচা, “দেশে একজন শিক্ষিত প্রধানমন্ত্রীর প্রয়োজন”। মহামারির সময় মোদি দেশবাসীকে ঘণ্টা বাজানোর আহ্বান করেন, সেই প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেন কেজরিওয়াল। তাঁর দাবি, প্রধানমন্ত্রী অশিক্ষিত হওয়াতেই এমন ঘটনার সাক্ষী হয়েছে গোটা দেশ তথা বিশ্ব।দিল্লির প্রাক্তন শিক্ষামন্ত্রীর মনীশ সিসোদিয়ার গ্রেফতারি প্রসঙ্গ টেনেও মোদিকে তোপ দাগেন কেজরিওয়াল। তাঁর কথায়, “যেদিন মনীশ সিসোদিয়াকে জেলে পাঠালেন প্রধানমন্ত্রী, সেদিনই অনুভব করলাম দেশের একজন শিক্ষিত প্রধানমন্ত্রী প্রয়োজন”। এরপরই করোনা অতিমারি চলাকালীন ঘণ্টা বাজানোর নিয়ে মোদিকে তুমুল ব্যঙ্গ করেন আপ প্রধান। আপ নেতা বলেন, “প্রধানমন্ত্রী অশিক্ষিত বলেই এমনটা সম্ভব, কেউ তাঁকে পরামর্শ দেন, করোনা ভাইরাস তাড়ানোর জন্য প্লেট বাজান, তিনিও মানুষকে তাই করতে বাধ্য করলেন। তাতে কি করোনা পালিয়ে গেছিল? এই কারণেই দেশের একজন শিক্ষিত প্রধানমন্ত্রী প্রয়োজন।”এখানেই শেষ নয়, বেছে বেছে বিরোধী দলের নেতা মন্ত্রীদের গ্রেফতারি তোপ, বিজেপির দুর্নীতিগ্রস্ত নেতাদের কখনই জেলবন্দি করবেন না মোদি। বিজেপির দর্শন হল বিরোধী দলে থাকলে দুর্নীতি চলবে না, গেরুয়া দলে থাকলে তাতে অন্যায় নেই। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে কাজে লাগাচ্ছেন মোদি।

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version