Monday, November 17, 2025

শিল্প সংক্রান্ত বৈঠক। সেখানেই পর্যটন নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বিশ্বের দরবারে বাংলার পর্যটনে সেরার পালক বাংলার মুকুটে। বার্লিনে গিয়ে সেই পুরস্কার নিয়ে এসেছেন রাজ্যের পর্যটন সচিব নন্দিনী চক্রবর্তী (Nandini Chakraborty)। বুধবার নবান্ন সভাঘরে সেটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাতে তুলে দেন তিনি। এরপরই কথা প্রসঙ্গে বাংলার পর্যটন বিপণনের অ্যাম্বাসেডর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। অভিনেতা-সাংসদ দেবকে (Dev) পর্যটন অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব দেন। মেনে নেন ঘাটালের সাংসদও।

বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান। ক্ষমতার আসার পরেই সেই নাম ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিং খানের সঙ্গে মুখ্যমন্ত্রীর সুসম্পর্ক রয়েছে। তবে, এদিন মমতা বলেন, “দেব, তুমি বাবা একটু বাংলার অ্যাম্বাসেডর হয়ে যাও না!” এই মন্তব্যে অনেকে ভাবেন শাহরুখের জায়গায় আসছেন দেব। কিন্তু সেই ধারণা ভেঙে মুখ্যমন্ত্রী বলেন, “এমনিতে শাহরুখ ব্র্যান্ড অ্যাম্বাসেডর আছেন। কিন্তু শাহরুখ তো খুব ব্যস্ত। তাই তুমি পর্যটনের অ্যাম্বাসেডর হয়ে যাও।“ সঙ্গে আরও কয়েকজনকে নিতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পর্যটনের প্রচারের ভিডিও বা বিজ্ঞাপন বানানোর জন্য মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছেন চিত্র পরিচালক গৌতম ঘোষকে।

এমন দায়িত্ব পেয়ে সংবাদ মাধ্যমকে অভিনেতা-সাংসদ দেব (Dev) বলেন, “আমি এখনও বুঝতে পারছি না, বিষয়টা বুঝে উঠতে পারিনি, তবে বেঙ্গলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে কাজ করা গর্বের। আমি এখনও সবটা হজম করতে পারিনি। তবে চেষ্টা করব যাতে বাংলার মান সম্মান রাখতে পারি। উনি আমার উপর ভরসা করেছেন, এটা আমার কাছে সম্মানের। যদি বাংলার এগিয়ে যাওয়ায় আমি শরিক হতে পারি, সেটা সত্যিই গর্বের।”

 

Related articles

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...
Exit mobile version