Sunday, November 16, 2025

শিল্প সংক্রান্ত বৈঠক। সেখানেই পর্যটন নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বিশ্বের দরবারে বাংলার পর্যটনে সেরার পালক বাংলার মুকুটে। বার্লিনে গিয়ে সেই পুরস্কার নিয়ে এসেছেন রাজ্যের পর্যটন সচিব নন্দিনী চক্রবর্তী (Nandini Chakraborty)। বুধবার নবান্ন সভাঘরে সেটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাতে তুলে দেন তিনি। এরপরই কথা প্রসঙ্গে বাংলার পর্যটন বিপণনের অ্যাম্বাসেডর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। অভিনেতা-সাংসদ দেবকে (Dev) পর্যটন অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব দেন। মেনে নেন ঘাটালের সাংসদও।

বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান। ক্ষমতার আসার পরেই সেই নাম ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিং খানের সঙ্গে মুখ্যমন্ত্রীর সুসম্পর্ক রয়েছে। তবে, এদিন মমতা বলেন, “দেব, তুমি বাবা একটু বাংলার অ্যাম্বাসেডর হয়ে যাও না!” এই মন্তব্যে অনেকে ভাবেন শাহরুখের জায়গায় আসছেন দেব। কিন্তু সেই ধারণা ভেঙে মুখ্যমন্ত্রী বলেন, “এমনিতে শাহরুখ ব্র্যান্ড অ্যাম্বাসেডর আছেন। কিন্তু শাহরুখ তো খুব ব্যস্ত। তাই তুমি পর্যটনের অ্যাম্বাসেডর হয়ে যাও।“ সঙ্গে আরও কয়েকজনকে নিতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পর্যটনের প্রচারের ভিডিও বা বিজ্ঞাপন বানানোর জন্য মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছেন চিত্র পরিচালক গৌতম ঘোষকে।

এমন দায়িত্ব পেয়ে সংবাদ মাধ্যমকে অভিনেতা-সাংসদ দেব (Dev) বলেন, “আমি এখনও বুঝতে পারছি না, বিষয়টা বুঝে উঠতে পারিনি, তবে বেঙ্গলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে কাজ করা গর্বের। আমি এখনও সবটা হজম করতে পারিনি। তবে চেষ্টা করব যাতে বাংলার মান সম্মান রাখতে পারি। উনি আমার উপর ভরসা করেছেন, এটা আমার কাছে সম্মানের। যদি বাংলার এগিয়ে যাওয়ায় আমি শরিক হতে পারি, সেটা সত্যিই গর্বের।”

 

Related articles

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...
Exit mobile version