Sunday, May 4, 2025

একেই বোধ হয় বলে কপাল! লিওনেল মেসিকে যেন ছুঁয়েও ছোঁয়া হলো না আর্লিং হলান্ডের! চ্যাম্পিয়নস লিগের নকআউট ম্যাচে ৫ গোল করে মেসির সঙ্গে এক আসনে বসেছিলেন। সেই মেসিকেই আবার ছাড়িয়ে গিয়েছিলেন সবচেয়ে কম সময়ে ৫ গোল করার রেকর্ডে। এরপরও এক জায়গায় মেসিকে ছুঁতে পারা অধরাই থেকে গেল হলান্ডের কাছে।
তথ্য পরিসংখ্যান বলছে, হলান্ডের আগে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে একটি ম্যাচে একাই ৫ গোল করার কৃতিত্ব আছে শুধুমাত্র মেসি ও লুইজ আদ্রিয়ানোর। ২০১২ সালে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে ৫ গোল করেছিলেন মেসি। আর ২০১৪ সালে বেলারুশের ফুটবল ক্লাব বরিসভের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন আদ্রিয়ানো। যদিও হলান্ডের আগে চ্যাম্পিয়নস লিগের নকআউটে একটি ম্যাচে ৫ গোল করার নজির শুধু মেসিরই ছিল। এই কীর্তির মতো মেসির আরেকটা কীর্তির পাশেও এক আসনে হলান্ড।
মেসির মতো প্রথমার্ধেই হ্যাটট্রিক করেছেন এই নরওয়েজিয়ান তারকা। মেসি অবশ্য লেভারকুসেনের বিপক্ষে প্রথমার্ধে হ্যাটট্রিক পাননি। সেই ম্যাচে হ্যাটট্রিক করতে মেসির লেগেছিল ৪৯ মিনিট। প্রথমার্ধে মেসি হ্যাটট্রিক করেছিলেন ২০১০ সালে আর্সেনালের বিপক্ষে। সেই ম্যাচে একাই ৪ গোল করেছিলেন মেসি।হলান্ড অবশ্য ৫ গোল করায় দ্রুততম। ৫৭ মিনিটের মধ্যে করেছেন ৫ গোল। যেখানে লুইজ আদ্রিয়ানোর সময় লেগেছিল ৮২ মিনিট ও মেসির ৮৪ মিনিট। তবে একমাত্র মেসির সব কটি গোল ওপেন প্লে থেকে এসেছে।
আরও একটি তথ্য হল, ৫ গোলের মধ্যে পেনাল্টি থেকে কোনও গোল করেননি মেসি। সেখানে হলান্ডের প্রথম গোলটাই এসেছিল পেনাল্টি থেকে। তবে বাকি ৪ গোলই এসেছে ওপেন প্লে থেকে। অন্যদিকে আদ্রিয়ানোর ৫ গোলের মধ্যে প্রথম ও শেষ গোল এসেছিল পেনাল্টি থেকে। সবমিলিয়ে মেসিকে টপকে যাওয়া অধরাই থেকে গেল হলান্ডের কাছে।

 

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version