Saturday, August 23, 2025

একেই বোধ হয় বলে কপাল! লিওনেল মেসিকে যেন ছুঁয়েও ছোঁয়া হলো না আর্লিং হলান্ডের! চ্যাম্পিয়নস লিগের নকআউট ম্যাচে ৫ গোল করে মেসির সঙ্গে এক আসনে বসেছিলেন। সেই মেসিকেই আবার ছাড়িয়ে গিয়েছিলেন সবচেয়ে কম সময়ে ৫ গোল করার রেকর্ডে। এরপরও এক জায়গায় মেসিকে ছুঁতে পারা অধরাই থেকে গেল হলান্ডের কাছে।
তথ্য পরিসংখ্যান বলছে, হলান্ডের আগে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে একটি ম্যাচে একাই ৫ গোল করার কৃতিত্ব আছে শুধুমাত্র মেসি ও লুইজ আদ্রিয়ানোর। ২০১২ সালে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে ৫ গোল করেছিলেন মেসি। আর ২০১৪ সালে বেলারুশের ফুটবল ক্লাব বরিসভের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন আদ্রিয়ানো। যদিও হলান্ডের আগে চ্যাম্পিয়নস লিগের নকআউটে একটি ম্যাচে ৫ গোল করার নজির শুধু মেসিরই ছিল। এই কীর্তির মতো মেসির আরেকটা কীর্তির পাশেও এক আসনে হলান্ড।
মেসির মতো প্রথমার্ধেই হ্যাটট্রিক করেছেন এই নরওয়েজিয়ান তারকা। মেসি অবশ্য লেভারকুসেনের বিপক্ষে প্রথমার্ধে হ্যাটট্রিক পাননি। সেই ম্যাচে হ্যাটট্রিক করতে মেসির লেগেছিল ৪৯ মিনিট। প্রথমার্ধে মেসি হ্যাটট্রিক করেছিলেন ২০১০ সালে আর্সেনালের বিপক্ষে। সেই ম্যাচে একাই ৪ গোল করেছিলেন মেসি।হলান্ড অবশ্য ৫ গোল করায় দ্রুততম। ৫৭ মিনিটের মধ্যে করেছেন ৫ গোল। যেখানে লুইজ আদ্রিয়ানোর সময় লেগেছিল ৮২ মিনিট ও মেসির ৮৪ মিনিট। তবে একমাত্র মেসির সব কটি গোল ওপেন প্লে থেকে এসেছে।
আরও একটি তথ্য হল, ৫ গোলের মধ্যে পেনাল্টি থেকে কোনও গোল করেননি মেসি। সেখানে হলান্ডের প্রথম গোলটাই এসেছিল পেনাল্টি থেকে। তবে বাকি ৪ গোলই এসেছে ওপেন প্লে থেকে। অন্যদিকে আদ্রিয়ানোর ৫ গোলের মধ্যে প্রথম ও শেষ গোল এসেছিল পেনাল্টি থেকে। সবমিলিয়ে মেসিকে টপকে যাওয়া অধরাই থেকে গেল হলান্ডের কাছে।

 

Related articles

স্কুলে ঢুকে হুমকি! ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ও শ্রমিক নেতার অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম মালদহ

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা স্কুলে ঢুকে হুমকির অভিযোগে কাঠগড়ায় তৃণমূলের (TMC) শ্রমিক নেতা তথা স্কুল পরিচালন সমিতির সভাপতি। অভিযোগ,...

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...
Exit mobile version