Sunday, November 16, 2025

বয়স বেড়েছে ‘বুম্বা দা’র , নিজের স্ত্রী’র গল্প লিখতে গিয়ে এ কী কাণ্ড !

Date:

একলাফে বয়স ছুঁয়েছে ৬০ এর গণ্ডি। চুলে পাক ধরেছে, মাথায় টাক পড়েছে। এ কোন প্রসেনজিৎ (Prosenjit Chatterjee)? কেমন যেন এলোমেলো ভাব, কিছুই যেন ঠিক করে লিখে উঠতে পারছে বারবার তাড়া খেয়েও নিজের স্ত্রী’র জীবনী লেখাটা শেষ করে উঠতে পারছেন না বছর ষাটের বৃদ্ধ ‘বাল্মিকী’ প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়। এভাবেই ধরা দিল পরিচালক অতনু ঘোষের (Atanu Ghosh) নতুন ছবি ‘শেষ পাতা’র (Sesh Pata)ট্রেলার । ছবি জুড়ে বিষণ্ণতার মেজাজ।

‘ময়ুরাক্ষী’,’রবিবার’-এর মতো ছবিতে তাঁদের যুগলবন্দি উপহার পেয়েছে দর্শক। পরিচালক অতনু ঘোষ এবং অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় ফের ম্যাজিক দেখাতে আসছেন নববর্ষে (Bengali New Year)। ছবির ট্রেলারে শুরুতেই দেখা যায় ময়দানে নগ্ন অবস্থায় উদ্ধার ‘বাল্মিকী’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের স্ত্রী’র মৃতদেহ নিয়ে চর্চা হতে । জানা যায় তারপর থেকে জীবনটা লণ্ডভণ্ড হয়ে যায় লেখকের। নামজাদা সেই লেখকের স্ত্রীকে খুন করা হয় ৩০ বছর আগে। সেই ঘটনা নিয়ে তাঁকে একটি বই লিখতে অনুরোধ করে এক প্রযোজনা সংস্থা। তার জন্য আগাম ৪০ হাজার টাকাও দেওয়াও হয় তাঁকে। কিন্তু তাল কাটে এর পরেই। স্ত্রীকে নিয়ে সেই বই লিখে উঠে পারেন না বাল্মিকী। বারবার তাড়া খেয়েও লেখার কাজ সম্পূর্ণ করতে না পারায় সিনে আসেন মেধা ওরফে গার্গী রায়চৌধুরীকে (Gargi Roy chowdhury)। তবে কি এই মহিলার সাহায্যেই গল্প শেষ করতে পারবেন বাল্মিকী?

লেখকের থেকে সেই অগ্রিম টাকা আদায়ের জন্য শৌনক নামে এক এজেন্ট নিযুক্ত করে সেই প্রকাশনা সংস্থা। বেশ অন্য়রকম লুকে এই ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে (Vikram Chatterjee)। কিছুটা ধোঁয়াশা আর কিছুটা আগ্রহ নিয়ে এগিয়েছে ট্রেলার।

নববর্ষ মানেই বাঙালির কাছে একটা নস্টালজিয়া আর নতুনের আশায় উৎসবের আনন্দ। তাই টলিউডে প্রতি বছর সিনেমা রিলিজের জন্য এই সময়টা বেছে নেন অনেক প্রযোজক পরিচালক। এই বছর বাঙালির ‘ মাছে ভাতে গোয়েন্দা’ একেনবাবুর রুদ্ধশ্বাস রাজস্থানের অভিযান শুরু ওই সময়েই। একদিকে গোয়েন্দা গল্পের রোমাঞ্চ অন্যদিকে কলকাতার টুকরো কোলাজে ‘শেষ পাতা’ ছবির বিভিন্ন ফ্রেমে উঁকি দিচ্ছে প্রশ্নমালা। প্রেক্ষাগৃহে এই ছবি মুক্তি পেতে চলেছে আগামী ১৪ই এপ্রিল।

 

Related articles

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...
Exit mobile version