Monday, May 5, 2025

ওভাল টেস্টে ভারতের একাদশে কাদের দেখছেন সৌরভ ?

Date:

Share post:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট সিরিজ জিতলেও ইন্দোর ও আমেদাবাদে শেষ দুটি টেস্টে জয়ের মুখ দেখতে ব্যর্থ রোহিত শর্মার ভারত। লন্ডনের ওভালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জুনের ৭ তারিখ থেকে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। স্বাভাবিকভাবেই ওভালে ভারত তিন স্পিনার নিয়ে খেলবে না। কেমন হওয়া উচিত ফাইনালে ভারতের কম্বিনেশন? তা নিয়ে জোর চর্চা চলছে।

ওভালে ভারতের টেস্ট একাদশে যে চারজনের জায়গা পাকা তাঁরা হলেন অধিনায়ক রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ। এখন ৫ থেকে ৯ নম্বরে কারা থাকবেন তা নিয়ে জল্পনা চলছে। উইকেটকিপার হিসেবে শ্রীকার ভরতের থাকার সম্ভাবনাই বেশি। যদিও তাঁর কিপিংয়ে খুশি নন দীনেশ কার্তিক। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলের মধ্যে কোনও একজনের বাদ পড়ার সম্ভাবনাও বেশি।

প্রাক্তন ভারত অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এক সাক্ষাৎকারে বলেছেন, অশ্বিন ও জাদেজা দুজনেই ভালো। অক্ষর প্যাটেলের কথাও বলতে হবে। অক্ষর লোয়ার অর্ডারে ব্যাট হাতে ভালো অবদান রাখেন। ভালো বোলিংও করেন সুযোগ পেলেই। জাদেজা, অশ্বিন, অক্ষরের উপস্থিতি ভারতের বড় শক্তি। আমি বুঝছি ওভালে তিনজনকে খেলানো সম্ভব নয়। তবে তিনজনই ভালো পারফর্ম করার ক্ষমতা রাখেন।

ওভাল টেস্ট নিয়ে ভারতের খুব একটা চিন্তার প্রয়োজন নেই বলে উপলব্ধি সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তিনি বলেন, অস্ট্রেলিয়াকে হারানোর জন্য অভিনন্দন। ভারত অস্ট্রেলিয়ায় গিয়ে জিতেছে। ইংল্যান্ডেও জিতেছে। ফলে ইংল্যান্ডে ফাইনাল না জেতার কারণ নেই। ভালো ব্যাট করে ৩৫০ থেকে ৪০০ রান তুলতে হবে। তাহলেই জেতা সম্ভব। শুভমান গিল ৬-৭ মাস ধরে দারুণ খেলছেন। তিনি যে ভারতীয় দলে জায়গা পাকা করে নিয়েছেন সেটাই মনে করেন সৌরভ।

 

spot_img
spot_img

Related articles

Gold Silver Price: এবার কমের দিকে সোনার দাম

সোমবার ৫ মে, ২০২৫ ১ গ্রাম       ১০ গ্রামপাকা সোনার বাট     ৯৩৯০ ₹             ৯৩৯০০ ₹খুচরো পাকা সোনা   ৯৪৪০...

তন্দুরি নিয়ে রুটি রক্তারক্তি! বিয়ে বাড়ির আনন্দ উধাও ২ তরুণের মৃত্যুতে

বিয়ে বাড়ির আনন্দ। দেদার খাওয়া-দাওয়া। আর শেষ পর্যন্ত সেটাই কাল হল। তন্দুরি রুটি নিয়ে ঝামেলায় মৃত্যু হল দুই...

মোহনবাগান সুপারজায়ান্টকে ট্রান্সফার ব্যানের শাস্তি ফিফার

বড়সড় সমস্যায় মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG)। নতুন মরসুমে দল গোছানোর আগেই মোহনবাগান সুপারজায়ান্টের(MBSG) ওপর ট্রান্সফার ব্যানের(Transfer Ban) সিদ্ধান্ত ফিফার(Fifa)। অ্যাকাডেমিক...

ওয়াকফ মামলা হস্তান্তর প্রধান বিচারপতির: কেন্দ্রের সুবিধার আশঙ্কা আইনজীবীদের

ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতার মামলা এবার শুনবে পরবর্তী প্রধান বিচারপতি বি আর গভাইয়ের (B R Gavai) বেঞ্চ। প্রধান...