Saturday, November 15, 2025

বিয়ে ভাঙার ফিকির: যোগীরাজ্যে পাত্রীর শিক্ষার কারণে ফিরলেন পাত্র

Date:

পাত্রীর শিক্ষাগত যোগ্যতা কম। এই অজুহাতে বিয়ে করতে অস্বীকার করল পাত্র। ঘটনাস্থল যোগী রাজ্যের কনৌজ জেলার তিরভা কোতোয়ালি এলাকার।শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতার অজুহাতে বিয়ে বাতিলের ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।যদিও পাত্রীর পরিবার জানিয়েছে, বিয়ে বাতিলের আসল কারণ যৌতুক।
পাত্রীর পরিবারের বক্তব্য, দম্পতিদের মধ্যে আদর্শগত বা নৈতিক পার্থক্যের কারণে কিছু বিবাহ বাতিল হয়ে যায়।কিন্তু পুরনো স্কুলের মার্কশিটে নম্বর কম থাকায় কেউ বিয়ে বন্ধ করে দিয়েছে তা জানা নেই।
পাত্রীর পরিবারের অভিযোগ, পাত্রের যৌতুকের দাবি মেটাতে না পারায় বিয়ে বাতিল করা হয়েছে।কারণ, গোদ ভরাই অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল। এই অনুষ্ঠানে পাত্র পক্ষের মহিলারা পাত্রীকে গ্রহণ করেন।এই অনুষ্ঠানের পর বিয়ে স্থগিত করেছে পাত্র।পাত্রীর বাবা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে,বাগানওয়া গ্রামের রামশঙ্করের ছেলে সোনুর সঙ্গে তার মেয়ে সোনির বিয়ে ঠিক হয়েছিল।

গত বছরের ৪ ডিসেম্বর, ‘গোদ ভরাই’ অনুষ্ঠান পরিচালিত হয়। অনুষ্ঠানে, পাত্রীর বাবা ৬০ হাজার টাকা খরচ করেন এবং বরকে ১৫ হাজার টাকা মূল্যের একটি সোনার আংটিও উপহার দেন।এর কয়েকদিন পর পাত্রের পরিবার আরও যৌতুক দাবি করে।পাত্রীর বাবা বরকে আরও যৌতুক দিতে পারবে না বলে জানিয়ে দেয়।এরপরই মার্কশিটে দশম নম্বর কম থাকার অজুহাতে পাত্র বিয়ে ভেঙে দেয়।দুি পরিবারের কাউন্সেলিং এর মাধ্যমে বিরোধ মেটানোর চেষ্টা করছে পুলিশ।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, দু’বাড়ির অভিভাবকরা দেখাশোনা করে বিয়ের দিনক্ষণ ঠিক করেছিলেন। কিন্তু পাত্রীর স্বজনদের অভিযোগ, শুরু থেকেই পাত্রের পরিবারের এই অভিসন্ধি তারা বুঝতে পারেননি।
সামাজিক চোখরাঙানিকে উপেক্ষা করে গ্রামের পাত্রীটি সাফ জানিয়ে দিয়েছে যে সে এই পাত্রকে বিয়ে করবে না। কারণ, এমন পরিবারের সঙ্গে সারা জীবন কাটানো সম্ভব নয়।

 

Related articles

শীতের অনুভূতিতে বাধা, কার্তিকের শেষ লগ্নে চড়বে পারদ জানালো হাওয়া অফিস

ভোররাত থেকে সকাল পর্যন্ত রাজ্যজুড়ে চলতে থাকার শীতের আমেজে এবার সাময়িক বিরাম। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)...

লালকেল্লার কাছে বিস্ফোরণ কাণ্ডে উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার মেডিক্যাল ছাত্র!

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের (Delhi Blast near Red fort) ঘটনায় এবার উত্তর দিনাজপুরের (North Dinajpur) সূর্যাপুর বাজার...

শনির সকালে বড়বাজারে ভয়াবহ আগুন, এজরা স্ট্রিটে জ্বলছে একের পর এক বিল্ডিং! 

সকালের আলো ভালো করে ফোটার আগেই শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে বিধ্বংসী আগুন থেকে...

বাজেয়াপ্ত করা বিস্ফোরকেই বিস্ফোরণ! জম্মু ও কাশ্মীরের নওগাম থানায় আহত অন্তত ৮

দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে দিল্লি পুলিশের পাশাপাশি, হরিয়ানা পুলিশ ও জম্মু ও কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir police) লাগাতার...
Exit mobile version