Saturday, November 15, 2025

বুধবার থেকে ভোগান্তি শুরু হয়েছে সাধারণ মানুষ তথা পর্যটকদের (Tourist)। পেনশন, বিমা পরিষেবা-সহ দশ দফা দাবিতে ধর্মঘটে বসেছিলেন ভুবনেশ্বরের (Bhubaneshwar) অটোচালকরা। এর সঙ্গে যুক্ত হয়ে ওড়িশার প্রায় ৫ লক্ষ বাস ও ট্যাক্সি চালকও (Bus and Taxi Pilot) সম্মিলিতভাবে ধর্মঘটের (Transport Strike) ডাক দেন। সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়ে পুরী সহ (Puri) ওড়িশার বিস্তীর্ণ এলাকার পরিবহন ব্যবস্থা। সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকদের হয়রানি জেরে অবশেষে বৃহস্পতিবার বাধ্য হয়ে সমস্যা সমাধানের রাস্তা খোঁজে সরকার (Government)। বৃহস্পতিবার সকাল থেকে যানবাহন বন্ধ থাকার পরে অটোচালকদের নিয়ে বৈঠকে বসে প্রশাসন। দীর্ঘক্ষণ আলোচনার পরে ধর্মঘট তুলে নিতে রাজি হন অটোচালকরা।

জগন্নাথ ধাম পুরীতে প্রতি সিজনেই লক্ষ লক্ষ মানুষের সমাগম। ওড়িশার এই পর্যটন কেন্দ্রের অন্যতম আকর্ষণ সমুদ্র এবং জগন্নাথের মন্দির। প্রতিদিন ভীড় লেগেই থাকে। স্টেশন বা এয়ারপোর্ট থেকে পুরী পৌঁছতে অবশ্যই পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে হয়। তাই অটো, ট্যাক্সি ,বাস বন্ধ থাকার মানে পর্যটকদের একটা বিশাল অংশ বড় সমস্যার মধ্যে পড়েন। বুধবার থেকে শুরু হওয়া ধর্মঘটে কটক (Cuttack) ও পুরীর (Puri) প্রায় ১০ হাজার অটোচালক সামিল হয়েছিলেন।তাঁদের দাবি ছিল, অবসরের পর পেনশনের ব্যবস্থা করতে হবে। এছাড়াও বিমা ও স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রেও সুযোগ সুবিধা দিতে হবে তাঁদের। এর মাঝে কিছু পর্যটকের কথা চিন্তা করে কয়েকটি অটো চালানোর চেষ্টা হলেও, সংগঠনের পক্ষ থেকে তাঁদের জোর করে ধর্মঘটে সামিল করানো হয় বলে অভিযোগ ওঠে। পরপর দুদিন পরিবহন ব্যবস্থা কার্যত অচল থাকার কারণে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে বৃহস্পতিবার বৈঠকে বসেন প্রশাসনিক কর্তারা। আপাতত ঠিক হয়েছে যে হেনস্তা সংক্রান্ত যাবতীয় অভিযোগ থানায় জমা পড়বে। সেখান থেকেই অভিযোগের তদন্ত করা হবে। কিন্তু এই বৈঠকে সাধারণের সুরাহা হল কি? এ প্রশ্ন রয়েই যাচ্ছে।

 

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version