‘বীরকন্যা প্রীতিলতা’-র পরে বাংলাদেশের পরিচালক প্রদীপ ঘোষের (Pradip Ghosh) পরিকল্পনা মাস্টারদা সূর্য সেনকে নিয়ে ছবি তৈরি করা। আর সেখানে সূর্য সেনের ভূমিকায় তাঁর প্রথম পছন্দ টলিউডের খ্যাতিমান অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে।

৯০ বছরের আগে চট্টগ্রামের ইউরোপিয়ান ক্লাব অভিযানে গিয়ে ইংরেজদের সঙ্গে গুলির লড়াইয়ে গুলিবিদ্ধ হন প্রীতিলতা ওয়াদ্দেদার। মৃত্যু সুনিশ্চিত করতে পটাশিয়াম সায়ানাইডের ক্যাপসুল খেয়ে নেন। ইতিহাসের সেই অধ্যায় সেলুলয়েডে বন্দি করেছেন বাংলাদেশী পরিচালক প্রদীপ ঘোষ। সেলিনা হোসেনের লেখা উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’র কাহিনী নিয়ে ছবিটি তৈরি করেছেন প্রদীপ। ভারতের প্রথম মহিলা শহিদ প্রীতিলতার চরিত্রে অভিনয় করেছেন নুসরত ইমরোজ তিশা। আর মাস্টারদা সূর্য সেনের চরিত্রে অভিনয় করেছেন কামরুজ্জামান তাপু। তবে, এই ছবি শেষ হয়ে যাচ্ছে প্রীতিলতার মৃত্যুর সঙ্গেই। তারপর আরও দু’বছর বেঁচে ছিলেন মাস্টারদা। সেই সময়ের কথা নিয়ে এবার ছবি করতে চান প্রদীপ। কিন্তু সেক্ষেত্রে অভিনয় কে করবেন? এ বিষয়ে পরিচালকের প্রথম পছন্দ টলিউডের খ্যাতনামা অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। তাঁর চেহারাটা দেখলেই প্রদীপের মনে হয় সূর্য সেনের চরিত্রে মানাবে সবচেয়ে ভালো। তবে, কামরুজ্জামান তাপুও এই চরিত্রের খুব ভালো অভিনয় করেছেন বলে জানান পরিচালক।