মাস্টারমাইন্ড কেজরিওয়াল, শীঘ্রই গ্রেফতার হবেন: বিস্ফোরক বিজেপি

আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া(Manish Sisodia)। এরই মাঝে তাঁর বিরুদ্ধে গোয়েন্দা তথ্য রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগে এফআইআর দায়ের করেছে সিবিআই(CBI)। এই ফিডব্যাক ইউনিটের দুর্নীতির ‘মাস্টারমাইন্ড’ হিসেবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের(Arvind Kejriwal) দিকে অভিযোগের আঙুল তুলল বিজেপি(BJP)। শুধু তাই নয়, ‘কয়েকদিনের মধ্যে কেজরি জেলে যাবেন’ বলেও দাবি করেছেন বিজেপি নেতা বীরেন্দ্র সচদেব(Virendra Sachdev)। তাঁর দাবি, কেজরির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে সাধারন মানুষের সাহায্য নেবে বিজেপি।

সম্প্রতি দিল্লি বিজেপির ওয়ার্কিং প্রেসিডেন্ট বীরেন্দ্র সচদেব বলেন, “আবগারি মামলায় সাধারণ মানুষের সহযোগিতা চাইছে বিজেপি। তবে মণীশ সিসোদিয়ার ছাড়াও এই মামলায় মূল অভিযুক্ত অরবিন্দ কেজরিওয়াল। ফিডব্যাক ইউনিটের দ্বারা সংগৃহীত তথ্যের অপব্যবহার কান্ডেও মাস্টারমাইন্ড তিনিই। দেশদ্রোহিতার অপরাধে তাঁকে আটক করা দরকার।” সচদেবের পাশাপাশি আবগারি দুর্নীতি মামলায় সরাসরি কেজরিওয়ালের বিরুদ্ধে আগেই অভিযোগের আঙুল তুলেছিল বিজেপি। দিল্লি বিধানসভার বিরোধী দলনেতা রামবীর সিং বিধুরি বলেন, “আবগারি মামলায় সিসোদিয়া জেলে থাকলেও আসল অভিযুক্ত অরবিন্দ কেজরিওয়াল। আসলে আপের একাধিক নেতাই দুর্নীতির সঙ্গে যুক্ত। একে একে সকলের কীর্তি প্রকাশ্যে আসবে। আপাতত আবগারি মামলায় আমরা কেজরিওয়ালের পদত্যাগ দাবি করছি।”

Previous articleখ্রিষ্ট পূর্বাব্দেও ব্যবহার হত কন্ডোম! ইতিহাস জানলে চমকে উঠবেন
Next articleটসে জিতে কেন বল করার সিদ্ধান্ত? জানালেন হার্দিক