Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

১) আজ থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া তিন ম‍্যাচের একদিনের সিরিজ। প্রথম ম‍্যাচে নেই রোহিত শর্মা। দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া।

২) আগামী শনিবার ফতোরদা স্টেডিয়ামে আইএসএল ফাইনাল খেলতে নামছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ বিএফসি। ইতিমধ্যেই গোয়া পৌঁছে গিয়েছে বাগান ব্রিগেড।

৩) আগামী শনিবার ফতোরদা স্টেডিয়ামে আইএসএল ফাইনাল খেলতে নিমছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ এটিকে মোহনবাগান। বিমানবন্দর থেকে হোটেলে না গিয়ে সোজা মাঠ দেখতে যান বাগান কোচ জুয়ান ফেরান্দো।

৪) এটিকে মোহনবাগানকে শুভেচ্ছা মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের। এদিকে গোয়ায় আইএসএলের ফাইনালে থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

৫) কলকাতা হকি লিগ চ‍্যাম্পিয়ন মোহনবাগান। বৃহস্পতিবার পাঞ্জাব স্পোর্টসকে ইস্টবেঙ্গল ২-০ গোলে হারিয়ে দিতেই এক ম‍্যাচ বাকি থাকতে হকি লিগ চ‍্যাম্পিয়ন হয়ে গেল বাগান ব্রিগেড। শেষ ম্যাচ ১৯ মার্চ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে।

আরও পড়ুন:শনিবার আইএসএল ফাইনালে নামছে এটিকে মোহনবাগান, ট্রফি জিততে মরিয়া বাগান ব্রিগেড