Sunday, May 4, 2025

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। তারপরই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। এমন আবহেই শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে দেখা করলেন বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস (Governor CV Anand Bose)। তবে এদিনের বৈঠকে দু’জনের মধ্যে কী কথা হল, তা নিয়েই তুঙ্গে জল্পনা। তবে বিজেপি (BJP) সূত্রে খবর, এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোস বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অমিত শাহকে (Amit Shah) একটি রিপোর্ট জমা দিয়েছেন। ইতিমধ্যে দু’জনের সাক্ষাতের খবর স্বরাষ্ট্র মন্ত্রকের (Union Home Ministry) তরফে টুইট করে জানানো হলেও এদিনের সাক্ষাতে ঠিক কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা এখনও সরকারি ভাবে জানানো হয়নি। এদিকে বৃহস্পতিবার কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের (Rajnath Singh) সঙ্গেও দেখা করেন আনন্দ।

উল্লেখ্য, শুক্রবার সকালে সংসদ ভবনে পৌঁছন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এদিনই সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসে অমিত শাহের সঙ্গে বৈঠক করেন তিনি। বেশ কিছুক্ষণ কথা হয় দু’জনের। পরে টুইট করে সাক্ষাতের কথা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে রাজনৈতিক মহলের মতে, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে শুক্রবারের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী (Central Force) দিয়ে পঞ্চায়েত ভোটের দাবি তুলেছে রাজ্য বিজেপি। মনে করা হচ্ছে, শাহের সঙ্গে সেই বিষয়ে কথাও হয়েছে রাজ্যপালের। পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা (Safety) ও রাজ্যের ডিএ (DA) ইস্যু নিয়েও কথা বলতে পারেন রাজ্যপাল ও অমিত শাহ।

তবে শুক্রবারের অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর তৃণমূল সাংসদ শান্তনু সেন (Shantanu Sen) বলেন, ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে তা কেউ জানে না। তবে আইনশৃঙ্খলার কথা যদি বলেন, তবে কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী, কলকাতা তথা রাজ্যের আইনশৃঙ্খলা অন্য রাজ্যের থেকে অনেক ভালো। বিজেপি শাসিত রাজ্যের সঙ্গে তুলনা করলেও এগিয়ে রয়েছে বাংলা।

 

 

Related articles

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...
Exit mobile version