নন-ইন্টারলকিংয়ে জুড়ল কালবৈশাখীর ইনিংস, ভোগা.ন্তি পরীক্ষার্থীদের

রেল জানিয়েছে, এজন‌্য দু'দিন সমস‌্যা বাড়বে। তাতেও যদিবা কাজ চালানো যেত, দোসর হয়ে দেখা দিল কালবৈশাখী।রেল সূত্রের খবর, যত দ্রুত সম্ভব ট্রেনের সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

রেল দু*র্ভোগ যেন কিছুতেই কাটছে না। নন-ইন্টারলকিংয়ের কাজের (Non Interlocking) জেরে এমনিতেই শিয়ালদহ শাখায় ট্রেন (Sealdah Main line) চলাচলে বিভ্রাট। তার সঙ্গে এবার তাল মিলিয়েছে ঝড়ের দাপট- দুই এর জোড়া ফলায় বিপাকে রেল পরিষেবা, ভোগান্তির মুখে রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা (Higher Secondary Examination Candidates)। বৃহস্পতিবার কালবৈশাখীর জেরে শুক্রবার সকাল থেকে ব্যপক প্রভাব শিয়ালদহ মেন শাখার (Sealdah Main line) ট্রেন চলাচলে।

বৃহস্পতিবার শহরতলিতে মরশুমের প্রথম ঝড়বৃষ্টির জেরে একাধিক জায়গায় রেল লাইনে তার ছিঁড়েছে বলে খবর। যার জেরে সকাল ৮টা পর্যন্ত নৈহাটি থেকে শিয়ালদহগামী সব ট্রেন কার্যত বন্ধ ছিল। সকাল ৭টা ৪০ মিনিটের বারাকপুর লোকালের আগে শিয়ালদহগামী কোনও ট্রেন চলেনি। এরপরেও রীতিমত অনিয়মিত ট্রেন চলাচলে ভোগান্তির মুখে নিত্যযাত্রীরা। তবে সবথেকে বেশি বিপাকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। আজ উচ্চমাধ‌্যমিকের (Higher Secondary) হেলথ কেয়ার, অটোমোবাইল, সিকিউরিটি, আইটি, আইটিস ভোকেশন‌্যাল সাবজেক্টের পরীক্ষা। রেল বিভ্রাটে সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে সমস্যা হয় ছাত্র ছাত্রীদের। শুক্রবার শিয়ালদহ মেন শাখায় ভোগান্তি বাড়ার আশঙ্কা আগে থেকেই ছিল। নৈহাটি, হালিশহর, কাঁচরাপাড়ার নন-ইন্টারলকিংয়ের কাজ শেষে বৃহস্পতিবার কল‌্যাণীর (Kalyani) ইন্টারলক খোলা শুরু হয়েছে। নৈহাটিতেই এই কাজের সময় বেশি লেগেছিল, কারণ সেখানে ১৬৬টি মোটর পয়েন্ট রয়েছে। এই পয়েন্ট হালিশহরে ২৮টি, কাঁচরাপাড়ায় ৬টি থাকায় কম সময়ে কাজ সারা হয়েছে। তবে কল‌্যাণীতে পয়েন্টের সংখ‌্যা ৫৮। ফলে তুলনামূলকভাবে বেশি সময় লাগবে। রেল জানিয়েছে, এজন‌্য দু’দিন সমস‌্যা বাড়বে। তাতেও যদিবা কাজ চালানো যেত, দোসর হয়ে দেখা দিল কালবৈশাখী।রেল সূত্রের খবর, যত দ্রুত সম্ভব ট্রেনের সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

 

Previous articleআগামী সপ্তাহে ওড়িশা সফরে মমতা, নবীন বৈঠকের সম্ভাবনা
Next articleগোয়ায় হোটেল, ত্রিপুরায় চা বাগানের তত্ত্ব উড়িয়ে ‘ঠিকানা’ চাইলেন কুন্তল