Wednesday, January 14, 2026

আগামী সপ্তাহে ওড়িশা সফরে মমতা, নবীন বৈঠকের সম্ভাবনা

Date:

Share post:

২৪-এর লোকসভা নির্বাচনকে নজরে রেখে এখন থেকেই রণকৌশল তৈরি করতে শুরু করেছে বিরোধী শিবির(Opposition Party)। কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কালীঘাটে উত্তরপ্রদেশের বিরোধী দলনেতা অখিলেশ যাদবের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাঁর। এরই মাঝে খবর আগামী সপ্তাহে ওড়িশা সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। প্রশাসনিক সূত্রে খবর, ব্যক্তিগত সফরে জগন্নাথ মন্দিরে(Jagannath Temple) পুজো দিতে যাচ্ছেন তিনি। যদিও তৃণমূল(TMC) সূত্রের খবর, ব্যক্তিগত সফর হলেও এই সফরে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের(Navin Patnaek) সঙ্গে সাক্ষাত করতে পারেন তিনি।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আগামী ২১ মার্চ ভুবেনশ্বর যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২২ তারিখ পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিতে যেতে পারেন মুখ্যমন্ত্রী। ২৩ মার্চ ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা আছে। যদি এই বৈঠক হয় সেক্ষেত্রে রাজনৈতিকভাবে তা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তা বলার অপেক্ষা রাখে না। কারণ, রাজনৈতিকভাবে সাধারণত কংগ্রেস ও বিজেপি দুই দলের সঙ্গে সমদূরত্ব বজায় রেখে চলে নবীন পট্টনায়েকের দল বিজেডি। তবে সাম্প্রতিক সময়ে বিজেপি বিরোধিতা ব্যাপকভাবে বেড়েছে নবীনের দলের।

অন্যদিকে দেশের সব আঞ্চলিক দলগুলিকে একত্রিত করার লক্ষ্যে কোমর বেধেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে কংগ্রেসের সঙ্গেও দূরত্ব বজায় রাখতে দেখা গিয়েছে তৃণমূলকে। সবমিলিয়ে রাজনৈতিক দিক থেকে কিছুটা হলেও একই অবস্থানে তৃণমূল ও বিজেডি। এই পরিস্থিতিতে নবীন-মমতা বৈঠক যদি হয় তবে তা যে বেশ তাৎপর্যপূর্ণ হলে তা বলার অপেক্ষা রাখে না। উল্লেখ্য, এর আগে ২০২০ সালে একবার ওড়িশার (Odisha) মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

spot_img

Related articles

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...