বনি সেনগুপ্তের পর সোমা চক্রবর্তী। কুন্তল ঘোষের থেকে নেওয়া টাকা ফেরালেন কুন্তল ‘ঘনিষ্ট’ সোমা চক্রবর্তী। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সূত্রের খবর, ৫৫ লক্ষ ৬৩ হাজার টাকা ফিরিয়েছেন তিনি। ওই টাকা কুন্তলের থেকে ঋণ হিসাবে নিয়েছিলেন তিনি।
আরও পড়ুন:গ্রে*ফতারি এড়াতে কুন্তলের ৪০ লক্ষ টাকা ফেরৎ দিতে বাধ্য হলেন বনি
জানা গিয়েছে, কুন্তলের অ্যাকাউন্ট থেকে যে টাকা লেনদেন হয়েছিল, তার মধ্যে এক কোটি টাকা উদ্ধার করা হয়েছে। বনি সেনগুপ্ত ইতিমধ্যেই ৪০ লক্ষ টাকা ফেরত দিয়েছেন। এ বার টাকা ফেরত দিলেন সোমাও। সেই অ্যাকাউন্ট দু’টি ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে ইডি। বাজেয়াপ্ত করা হয়েছে কুন্তলের ১০টি অ্যাকাউন্টও।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির হাতে কুন্তলের গ্রেফতারির পর থেকেই কুন্তলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কোথায় গিয়েছে তা খুঁজে দেখতে গিয়ে ব্যবসায়ী সোমার নাম পায় ইডি। তদন্তকারীদের দাবি, কুন্তলের অ্যাকাউন্ট থেকে অন্তত ৫০ লক্ষ টাকা গিয়েছে সোমার অ্যাকাউন্টে।সেই ধার নেওয়া টাকাই ইডিকে ফেরালেন সোমা।
