Monday, August 25, 2025

বাড়ছে ডিগ্ৰি কোর্সের সময়সীমা! কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিকে নয়া নির্দেশ রাজ্যের

Date:

আর তিন বছর নয়, এবার রাজ্যে কলেজ (College) ও বিশ্ববিদ্যালয় (University) স্তরে চালু হতে চলেছে চার বছরের অনার্স ডিগ্রি কোর্স (Degree Course)। ইউজিসি’র (UGC) নির্দেশিকা মেনে আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ জুলাই (July) থেকে রাজ্যে চালু হচ্ছে চার বছরের অনার্স ডিগ্রি কোর্স। নয়া নিয়ম অনুযায়ী, উচ্চ মাধ্যমিক (Higher Secondary) উত্তীর্ণ ছাত্রছাত্রীদের চার বছরের অনার্স ডিগ্রি কোর্সেই ভর্তি হতে হবে। এতদিন যা ছিল তিন বছরের। তবে তিন বছরের ডিগ্রি কোর্সও থাকছে। সেক্ষেত্রে স্নাতক ডিগ্রি মিললেও অনার্স (Honours) মিলবে না।

স্নাতকের দু’টি সেমেস্টার অর্থাৎ ফার্স্ট ইয়ার উত্তীর্ণ হলে সার্টিফিকেট কোর্স এবং চারটি সেমেস্টার অর্থাৎ সেকেন্ড ইয়ার উত্তীর্ণ হলে ডিপ্লোমা বলে গ্রাহ্য হবে। জানা গিয়েছে, চার বছরের কোর্সটি গবেষণাভিত্তিকও হতে পারে। আর সেক্ষেত্রে বাড়তি সুবিধা পাবেন ছাত্রছাত্রীরা। পাশাপাশি বিশ্ববিদ্যালয় স্তরে স্নাতকোত্তর(Post Graduation) পাঠ্যক্রমের সময়সীমা ২ বছর থেকে কমিয়ে ১ বছর করার প্রস্তাবও দিয়েছে ইউজিসি। যদিও রাজ্য সরকার সেই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলেই খবর।

পাশাপাশি নির্দেশিকায় জানানো হয়েছে, ৭৫ শতাংশ বা তার বেশি নম্বর থাকলে সরাসরি পিএইচডির ‘কোর্সওয়ার্ক’ শুরু করা যাবে। সেক্ষেত্রে মাস্টার ডিগ্রির নির্ধারিত এক বছরের কোর্সটি শেষ করলেই হবে। এদিকে স্নাতক পাঠ্যক্রম নিয়ে ইউজিসির সংশ্লিষ্ট নির্দেশিকা উল্লেখ করে রাজ্যের উচ্চশিক্ষা দফতরের তরফে শুক্রবারই চিঠি পাঠানো হয়েছে সমস্ত বিশ্ববিদ্যালয়কে। রেজিস্ট্রারদের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় এবং আওতাধীন কলেজগুলিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশও দেওয়া হয়েছে।

আরও পড়ুন- বোলপুরে ১৫ কোটি টাকার সম্পত্তির হদিশ অনুব্রতর হিসাবরক্ষকের!

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version