Saturday, December 20, 2025

দিল্লিতে ফের নৃ*শংস খুন, পলিথিনের ব্যাগে উ*দ্ধার মহিলার টুকরো টুকরো দেহ !

Date:

Share post:

দিল্লিতে ফের নৃশংস খুন।এবার উদ্ধার হল পলিথিনের ব্যাগে বস্তাবন্দি মহিলার খণ্ড খণ্ড মৃতদেহ। এ যেন গত বছরের শ্রদ্ধা ওয়ালকার হত্যাকাণ্ডের অ্যাকশন রিপ্লে।দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, সরাইকালে খান মেট্রো স্টেশনের নির্মাণকাজ চলাকালীন শ্রমিকরা হঠাৎই দুর্গন্ধ পান। খোঁজাখুঁজি করতেই নির্মাণ এলাকায় পলিথিনের ব্যাগ পড়ে থাকতে দেখেন তাঁরা। এর পরই স্থানীয় থানায় খবর দেওয়া হয়।প্রত্যক্ষদর্শীদের দাবি, নিহতের মাথা ওই পলিথিনের ব্যাগের মধ্যে ছিল। এছাড়াও ব্যাগ থেকে তাঁর একাধিক দেহাংশ উদ্ধার হয়। পাওয়া গিয়েছে মাথার খুলির অংশ, কাটা হাত, আঙুল ও নিতম্বের অংশ।

মৃতদেহ উদ্ধারের পর তা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানতে উঠেপড়ে লেগেছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।তদন্তকারীদের প্রাথমিক অনুমান, খুনের পর প্রমাণ লোপাট করতে দেহ টুকরো টুকরো করে ফেলা হয়েছে। তখনই শরীর থেকে ধড় আলাদা করা হয়েছিল। খুনের সময় নিহতের উপর অত্যাচার চালানো হয়েছিল বলেও মনে করছেন অন্যত্র খুন করে মৃতদেহ মেট্রোর নির্মাণ প্রকল্পে ফেলে যাওয়া হয়েছে বলে অনুমান পুলিশের।

প্রসঙ্গত, গত সপ্তাহেই মা-কে খুনের পর মৃতদেহ টুকরো টুকরো করে ফেলার অভিযোগ ওঠে এক যুবতীর বিরুদ্ধে। সেই ঘটনাতেও মৃতদেহ উদ্ধারে গিয়ে চোখ কপালে উঠেছিল মুম্বই পুলিশের।গত ১৫ মার্চ বাণিজ্যনগরীর লালবাগ এলাকার ইব্রাহিম কাসাম বিল্ডিং থেকে বছর ৫৫-র বীণা প্রকাশ জৈনের মৃতদেহ উদ্ধার হয়। নিহতের মেয়ের আলমারিতে একটি প্লাস্টিকে মোড়া ব্যাগের মধ্যে মেলে তাঁর মাথা।এছাড়াও বাড়ির শৌচাগারের জলের ড্রামে লুকানো ছিল বীণার খণ্ডিত দেহাংশ। ওই হত্যাকাণ্ডে নিহতের ২৩ বছরের মেয়ে রিপল জৈনকে গ্রেফতার করে মুম্বই পুলিশ।

গত বছর শ্রদ্ধা ওয়ালকার নামে এক তরুণীর খণ্ডিত মৃতদেহ উদ্ধার করে দিল্লি পুলিশ। সেই ঘটনায় তাঁর লিভ-ইন পার্টনার আফতাব পুনেওয়ালাকে গ্রেফতার করা হয়। চলতি বছরের জানুয়ারিতেই আফতাবের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ।

 

spot_img

Related articles

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ, ভারতীয় সংস্কৃতিতে মজে অলিম্পিক্স পদকজয়ী দৌড়বিদ

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ। রবিবার ভোরে কলকাতার রাজপথে ম্যারাথনে (World 25K Kolkata)অংশ নেবেন বিশ্বের খ্যতনামা রানাররা। ইতিমধ্যেই শহরে...

হার্দিক-বরুণের দাপটে স্বস্তির জয়, চিন্তা বজায় রাখলেন সূর্য

শনিবার টি২০  বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আহমেদাবাদে...

কবে থেকে ভোটারদের শুনানি: শুক্রেও নিরুত্তর কমিশন!

খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে ১৬ ডিসেম্বর। অন্যান্য রাজ্যের মতো অতিরিক্ত সময় চায়নি বাংলার নির্বাচন কমিশন (Election Commission)।...