হাওড়া স্টেশন ঢোকার মুখে লাইনচ্যুত আমতা লোকাল!

হাওড়া স্টেশন ঢোকার মুখে বিপত্তি। লাইনচ্যুত হয়ে পড়ে আমতা-হাওড়া লোকাল। রবিবার সকাল ৯টা নাগাদ ৪৫ মিনিট এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। এই ঘটনার জেরে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া থেকে ট্রেন পরিষেবা সাময়িকভাবে ব্যাহত হয় বলে খবর। যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালায় রেল।তবে যাত্রীরা সুরক্ষিত রয়েছেন। কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।


আরও পড়ুন:দিল্লিতে ফের নৃ*শংস খুন, পলিথিনের ব্যাগে উ*দ্ধার মহিলার টুকরো টুকরো দেহ !

রেল সূত্রে খবর, এদিন সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ এই ঘটনাটি ঘটে। হাওড়া আমতা লোকাল ১৯ নম্বর স্টেশনে প্রবেশ করার আগে একটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় ART ভ্যান। লাইনচ্যুত কামরাটিকে ট্র্যাকে তোলা হয়। এই মুহূর্তে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছে যান দক্ষিণ পূর্ব রেলের পদস্থ ইঞ্জিনিয়াররা। যাত্রীরা সুরক্ষিত আছেন বলেই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তবে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রসঙ্গত, এই প্রথম নয়, গত মাসের ২৩ ফেব্রুয়ারিও লাইনচ্যুত হয়েছিল হাওড়া আমতা লোকাল। মাজু স্টেশন ঢোকার আগে জগৎবল্লভপুরে যাদববাটি এলাকায় তিনটি কামরা লাইনচ্যুত হয়ে যায়

 

 

Previous articleদিল্লিতে ফের নৃ*শংস খুন, পলিথিনের ব্যাগে উ*দ্ধার মহিলার টুকরো টুকরো দেহ !
Next articleরবিবাসরীয় সকালে বাসভবনে পুলিশি হা*না! নয়া নোটিশ পেয়ে কী বললেন রাহুল?