Monday, August 25, 2025

৭১ পর্যবেক্ষকের দলের অভিযোগ নেই, তাও বাংলার বরাদ্দ আটকাচ্ছে কেন্দ্র!

Date:

আবাস যোজনা, ১০০ দিনের কাজের বরাদ্দ থেকে গত একবছর যাবৎ বাংলাকে বঞ্চিত করে রেখেছে কেন্দ্র। অথচ গ্রামোন্নয়নের সঙ্গে যুক্ত এই কেন্দ্রীয় প্রকল্পগুলির অনিয়ম বা ত্রুটি খুঁজে বের করতে গত এক বছরে বাংলায় এসেছে ৭১টি কেন্দ্রীয় দল। তাদের মূল উদ্দেশ্যই ছিল, অনিয়মকে ‘অজুহাত’ করে আটকে রাখা রাজ্যের হকের বরাদ্দ। কিন্তু প্রতিটি কেন্দ্রীয় দলের রিপোর্টে শেষ পর্যন্ত ‘পর্বতের মূষিক প্রসব’ হয়েছে বলে দাবি নবান্নের। কিছু পদ্ধতিগত ত্রুটি, দুর্বল অভিযোগ ছাড়া উল্লেখযোগ্য কিছুই খুঁজে পায়নি তারা।

আবাস যোজনা এবং ১০০ দিনের কাজ, এই দুই প্রকল্পে রাজ্যের প্রাপ্য ১৫ হাজার কোটি টাকার কানাকড়িও পায়নি রাজ্য। শাসক দল তৃণমূল কংগ্রেসের পাশাপাশি প্রশাসন মনে করছেন, স্রেফ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই আটকে রাখা হয়েছে রাজ্যের বরাদ্দ। এ প্রসঙ্গে পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, ‘‘কেন্দ্রের পরামর্শ অক্ষরে অক্ষরে পালন করে অ্যাকশন টেকেন রিপোর্ট পাঠিয়েছি। তার পরেও নানা অজুহাতে দল পাঠিয়েই চলেছে, কিন্তু টাকা পাঠানোর নাম নেই। সব কিছুর একটা সীমা আছে। এভাবে শুধুমাত্র রাজনৈতিক কারণে বাংলার মানুষকে বঞ্চিত করার কোনও মানে হয় না। অবিলম্বে আমাদের বকেয়া মিটিয়ে দেওয়া উচিত কেন্দ্রের।’’ সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। এই প্রকল্পগুলির চাওয়া-পাওয়ার উপর ভোটবাক্সের সমর্থন বা বিরোধিতা অনেকটা নির্ভর করে। কেন্দ্র টাকা না দেওয়ায় গ্রামে গ্রামে একশো দিনের কাজের মাধ্যমে উন্নয়ন স্তব্ধ।

আরও পড়ুন- বাংলার ৮ লক্ষ পড়ুয়াকে ১৪০০ কোটি টাকা বৃত্তি দিচ্ছে রাজ্য

Related articles

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...
Exit mobile version