Sunday, November 9, 2025

রবিবাসরীয় সকালে বাসভবনে পুলিশি হা*না! নয়া নোটিশ পেয়ে কী বললেন রাহুল?

Date:

Share post:

৪৮ ঘণ্টা কাটল না। শুক্রবার নোটিশ (Notice) পাঠানোর পর এবার সোজা দলবল নিয়ে কংগ্রেস সাংসদ (Congress MP) রাহুল গান্ধীর (Rahul Gandhi) বাসভবনে (Residence) পৌঁছল দিল্লি পুলিশ (Delhi Police)। তবে মহিলাদের যৌন হেনস্থা নিয়ে বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিতে দিল্লি পুলিশের কাছে কিছুটা সময় চেয়ে নিলেন কংগ্রেস নেতা (Congress Leader) রাহুল গান্ধী। রবিবার দিল্লি পুলিশকে রাহুল জানিয়েছেন, দীর্ঘ ভারত জোড়ো যাত্রায় বহু মহিলাই (Women) তাঁর সঙ্গে কথা বলেছেন। তাঁদের অভাব-অভিযোগের (Complaints) কথা জানিয়েছেন। কিন্তু সব তথ্য তাঁর মনে নেই। আর সেকারণেই সমস্ত তথ্য পুলিশের হাতে তুলে দিতে তাঁর কিছুটা সময় লাগবে। তবে রবিবারও কংগ্রেস নেতাকে আরও একটি নোটিশ (Notice) দিয়ে এসেছেন দিল্লি পুলিশ কর্তা।

উল্লেখ্য, রবিবার সাতসকালে কংগ্রেস নেতার বাড়িতে হাজির হয় দিল্লি পুলিশ। কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার চলাকালীন একটি ভাষণ দেওয়ার সময় যৌন হেনস্থার (Sexual Assault) শিকার হওয়া নারীদের নিয়ে মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। সেই নিয়ে দায়ের হয় মামলাও। সেই বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আর সেকারণেই রবিবাসরীয় সকালে রাহুল গান্ধীর বাসভবনে পৌঁছয় দিল্লির স্পেশাল সিপি (আইনশৃঙ্খলা)-র নেতৃত্বে দিল্লি পুলিশের একটি দল। শ্রীনগরে ‘ভারত জোড়ো যাত্রা’-র শেষে রাহুল গান্ধী বলেছিলেন, দেশে অনেক মহিলাই যৌন নির্যাতনের শিকার হচ্ছেন। সোনিয়া তনয় জানান, দীর্ঘ যাত্রাপথে বহু মহিলা তাঁর কাছে অভিযোগ করেছেন, যে তাঁদের পরিবারের সদস্যদের কাছেই যৌন হেনস্থা বা ধর্ষণের শিকার হতে হয়েছে। কিন্তু লোকলজ্জার ভয়ে পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানাতে পারছেন না তাঁরা। পুলিশে অভিযোগ করলেই তাঁদের সম্মানহানি (Dishonor) হতে পারে। এই ভেবেই তাঁরা পিছু হঠছেন।

তবে দিল্লি পুলিশ সাফ জানিয়েছে, অবিলম্বে কংগ্রেস সাংসদকে সেই মন্তব্যের ব্যখ্যা দিতে হবে। ঠিক কারা কারা রাহুলের কাছে এই ধরনের অভিযোগ করেছেন তাঁদের তালিকা দিতে হবে। যাতে ওই মহিলাদের ন্যায়বিচার দেওয়া যায়। তবে দিল্লি পুলিশের এই পদক্ষেপে সরব কংগ্রেস। তাদের কটাক্ষ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও আদানির (Adani) সম্পর্ক নিয়ে রাহুলের প্রশ্নে জেরবার মোদি সরকার এখন পুলিশের পিছনে লুকোচ্ছে। ‘ভারত জোড়ো যাত্রা’র ৪৫ দিন পরে দিল্লি পুলিশ নোটিশ পাঠাচ্ছে। আইন মেনে নোটিশের উত্তর দেওয়া হবে। সরকার যে আতঙ্কিত, তা এই নোটিশই প্রমাণ। সরকার তাই বিরোধীদের ভূমিকা, বাকস্বাধীনতা, গণতন্ত্র, মহিলাদের ক্ষমতায়নে আঘাত করতে চাইছে।

 

 

spot_img

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...