Monday, August 25, 2025

আইএসএল চ‍্যাম্পিয়ন হয়ে রবিবার দুপুরে শহরে ফিরেছে এটিকে মোহনবাগান। আর শহরে পা রেখেই পরবর্তী মরশুমের পরিকল্পনার কথা জানিয়ে দিলেন এটিকে মোহনবাগান কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। পরবর্তী মরশুমে জুয়ান ফেরান্দোকেই কোচ হিসাবে রাখতে চলেছে মোহনবাগান।

এদিন দুপুরে আরপিএসজির অফিসে ট্রফি জয়ের সেলিব্রেশনে মাতেন ফুটবলাররা। বাগান কোচ জুয়ান ফেরান্দো থেকে শুরু করে প্রীতম কোটাল, বিশাল কাইথ, দিমিত্রি পেত্রাতোসরা। উপস্থিত ছিলেন এটিকে মোহনবাগান কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। সেখানেই সাংবাদিকরা সঞ্জীব গোয়েঙ্কাকে জিজ্ঞাসা করেন পরবর্তী মরশুমে জুয়ান ফেরান্দো কোচ হিসাবে থাকছেন কিনা? সেই উত্তরে তিনি বলেন, জয়ী কোচকে কেউ বদল করেন।” আর এতেই পরিষ্কার আগামী মরশুমে বাগানের কোচ হিসাবে থাকছেন তিনি।

আগামী মরশুমে দলে চমক থাকবে বলেও ইঙ্গিত দিলেন এটিকে মোহনবাগান কর্ণধার। তিনি বলেন, আগামী মুরশুমে আরও দু থেকে তিন জন নতুন ফুটবলার আসবে। আর এখন কিছু বলব না।” তবে তারা কারা সে নিয়ে এখনই মুখ খুললেন না সঞ্জীব গোয়েঙ্কা।”

তবে সূত্রের খবর সুপার কাপের পরেই ক্লাব ছাড়তে চলেছেন বাগানের অন‍্যতম তারকা ফুটবলার হুগো বৌমোস। ক্লাব সূত্রের খবর, সুপার কাপের আগে হয়ত তিনি দলের বাইরে যাচ্ছেন না। তবে মোহনবাগানের টিম ম্যানেজমেন্ট বৌমোসকে নিয়ে খুশি নন বলেই জানা যাচ্ছে। শনিবার আইএসএল-এর ফাইনালে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে ট্রফি জিতেছে মোহনবাগান। গোটা মরশুমে দারুণ পারফর্ম করলেও ম্যানেজমেন্টের সিদ্ধান্তে ক্লাব ছাড়তে হতে পারে হুগোকে।

এদিকে বিমানবন্দরে মোহনবাগান দলকে স্বাগত জানাতে হাজির ছিলেন প্রচুর সমর্থক। হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন প্রিয় দলকে অভ্যর্থনা জানাতে। দল বাইরে বেরোতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন তাঁরা।

আরও পড়ুন:আইএসএল চ‍্যাম্পিয়ন হয়েও রাগ যাচ্ছে না হুগোর, ম‍্যাচ শেষে ক্ষোভ উগরে দিলেন তিনি

 

Related articles

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...
Exit mobile version