মহেশতলায় বাজি কারখানায় বি*স্ফোরণ, আগুনে পুড়ে মৃ*ত ৩

মহেশতলায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। আগুনে পুড়ে মৃত্যু হল তিনজনের। কারখানার মালিকের স্ত্রী, পুত্র ও এক প্রতিবেশীর মৃত্য়ু হয়েছে বলে খবর।

সূত্রের খবর, এদিন সন্ধ্যায় আচমকাই বাজি কারখানায় বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। তারপরেই দাউ দাউ করে আগুন। যেসময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে তখন ঘটনাস্থলে ছিলেন না কারখানার মালিক ভরত হাতি। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। কারখানার মালিকের স্ত্রী লিপিকা হাতি, ছেলে শান্তনু ও আলো দাস নামে একজন নাবালিকার দেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছেন দমকল কর্মীরা ও পুলিশ। দেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

চারপাশে একাধিক বাড়ি। তার মধ্যে মজুত করা হয়েছিল বাজি। কিন্তু কীভাবে বসতবাড়িতে বাজির কারখানা চলছিল তা নিয়ে প্রশ্ন উঠছে। এই বাজি কারখানার অনুমতি ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন- পঞ্চায়েত ভোটের আগে নতুন ২৩টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরির সিদ্ধান্ত রাজ্যের

Previous articleপঞ্চায়েত ভোটের আগে নতুন ২৩টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরির সিদ্ধান্ত রাজ্যের
Next articleসবুজ সচেনতা বাড়াতে নয়া প্রয়াস মার্লিন গ্রুপের