৩১ মার্চ থেকে শুরু ২০২৩ আইপিএল। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি গুজরাত টাইটন্স। ১ এপ্রিল প্রথম ম্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। ঘরের মাঠে প্রথম খেলা ৬ এপ্রিল। প্রতিপক্ষ আরসিবি। এদিন আইপিএল প্রস্তুতি শুরু করে দিল কেকেআর। ইডেনের ইন্ডোরে কোচ চন্দ্রকান্ত পণ্ডিতে অধীনে অনুশীলনে নেমে পড়ে নাইট বাহিনী। নীতীশ রানা, রিঙ্কু সিং-সহ অনেকই গা ঘামান। প্রথম দিন চলে হালকা অনুশীলন। হালকার উপর গা ঘামিয়েছেন ক্রিকেটাররা।

এদিকে ইডেনে আইপিএল ম্যাচের জন্য শুরু হয়ে গেল টিকিট বিক্রি। সবচেয়ে কম দামের টিকিট শুরু ৭৫০ টাকা। ইডেনের মোট পাঁচটি ব্লকের আপার টায়ার থেকে এই টিকিটে খেলা দেখা যাবে। সবচেয়ে বেশি দামের টিকিট ২৬ হাজার টাকা। এছাড়াও রয়েছে ১০০০ টাকার টিকিট। ক্লাব হাউসের লোয়ার টায়ারের টিকিটের দাম ৮ হাজার টাকা। ক্লাব হাউসের আপার টায়ারের টিকিটের দাম ৫ হাজার টাকা।


আরও পড়ুন:রাজ্যে মোহনবাগানের নামে রাস্তা: স্থান-কাল জানালেন দেবাশিস
