Monday, January 12, 2026

সলমনকে হু*মকি মেল! কে পাঠালেন? কী বা লেখা আছে মেলে?

Date:

Share post:

শনিবারই সলমনকে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ‘প্রাণে মারার’ হুমকি দেয়। এবার এল হুমকি মেল। তবে এ বার আর প্রাণে মারার হুমকি নয়। বলিউড অভিনেতাকে মুখোমুখি দেখা করতে বলা হল। আর তা না করলেই ‘ঝটকা’ দেওয়া হবে অভিনেতাকে।এমনই হুমকি মেল পেলেন অভিনেতা।

আরও পডুন:Entertainment : ফ্লোর মাতালেন ‘শাহি জুটি’, প্রকাশ্যে কিং খানের ব্যক্তিগত রোম্যান্স !

অফিসের কাজের জন্য সলমন যে ইমেল আইডি ব্যবহার করেন সেখানেই পাঠানো হয়েছে মেলটি। এই ঘটনায় অভিনেতার তরফে অভিযোগ পেয়ে একটি এফআইআর দায়ের করেছে মুম্বই পুলিশ। একই সঙ্গে তারা জানিয়েছে, ইমেলটি পরীক্ষা করে দেখছে তারা।বাড়ানো হয়েছে সলমনের নিরাপত্তাও।

ইমেলটি পাঠানো হয়েছে মোহিত গর্গ নামে এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে। ইমেলটি যে সরাসরি সলমন পড়বেন না, তা বুঝেই লেখা হয়েছে।কী লেখা আছে সেই হুমকি মেলে?

‘‘গোল্ডি ভাই (গোল্ডি ব্রার) কথা বলতে চায় তোর বস সলমনের সঙ্গে। … কিছু হিসাব চোকাতে হবে। কথা বলিয়ে দিস। কথা হবে মুখোমুখি। সেটা বলে দিস। এখনও হাতে সময় আছে। তাই মনে করিয়ে দিলাম। সময় পেরিয়ে গেলে আর মনে করাবো না। তখন শুধু ঝটকা দেব।’’

শনিবার সলমনকে পাঠানো হুমকি মেলে প্রেরক সিধু মুসেওয়ালা খুনে অভিযুক্ত জেলবন্দি লরেন্সের সলমনকে দেওয়া হুমকির বিষয়টিও তুলে ধরেন। প্রেরক মোহিত লিখেছেন, ‘‘লরেন্সের ইন্টারভিউ নিশ্চয়ই দেখেছে তোর বস। যদি না দেখে থাকে তবে দেখে নিতে বল।’

এই ইমেল পাওয়ার পরই সলমনের ম্যানেজার তথা বন্ধু প্রশান্ত গুন্জলকর অভিযোগ করেন মুম্বই পুলিশের কাছে। পুলিশ লরেন্স-সহ গোল্ডি এবং মোহিতের বিরুদ্ধে এফআইআর করেছে। উল্লেখ্য, গোল্ডি কানাডার গ্যাংস্টার এবং লরেন্সের ঘনিষ্ঠ।

 

 

spot_img

Related articles

ইডি তল্লাশি নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ, লাউডন স্ট্রিটে তদন্ত শুরু পুলিশের

আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে ইডির তল্লাশি নিয়ে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। রবিবার...

ব্যক্তির থেকে বড় দল! সরকারি উন্নয়ন প্রকল্পের কথা প্রচার করুন: ডিজিটাল কনক্লেভের মঞ্চ থেকে বার্তা অভিষেকের

ব্যক্তির থেকে বড় দল, ছোটখাটো-মাঝারি নেতা তাঁদের নামে জয়ধ্বনি না দিয়ে দলটাকে ভালবেসে দলের নামে জয়ধ্বনি দেবেন। সোমবার...

নিপা ভাইরাস আতঙ্ক, মোকাবিলায় প্রস্তুত নবান্ন

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দু’জন নার্সের শরীরে নিপা ভাইরাসের (Nipah Virus) উপস্থিতি...

সেনাবাহিনীর ধাঁচে তিন বাহিনী নিয়ে ভোটযুদ্ধে নামবে তৃণমূল: লড়াইয়ের রূপরেখা জানালেন সেনাপতি অভিষেক

দামামা প্রায় বেজে গিয়েছে। ভোট যুদ্ধের প্রতিশ্রুতি শাসক-বিরোধী সব শিবিরে। এই পরিস্থিতিতে লড়াইয়ে রূপরেখা জানালেন তৃণমূলের ‘সেনাপতি’ অভিষেক...