বগটুই হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হল, মঙ্গলবার। কয়েকদিন ধরে রামপুরহাট-১ ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে চলেছে শহিদ বেদি নির্মাণ। এই সুযোগে বাজার গরম করতে নেমেছে রাম-বাম-শ্যাম সবাই। বিজেপি শহিদবেদী করে নিহতদের স্মরণ করার সিদ্ধান্ত নিয়েছে। তৃণমূলের পথেই বিজেপি শহীদ বেদী ও শহীদ স্মরণের পথে নামলো।

গত বছর ২১ মার্চ রাতে বগটুই মোড়ে বোমায় খুন হন তৃণমূল উপপ্রধান ভাদু শেখ। এর জেরে জীবন্ত পুড়িয়ে মারা হয় ১০ জনকে। ২৪ মার্চ মুখ্যমন্ত্রী গ্রামে গিয়ে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের চেক দেন। দলের ব্লক সভাপতি আনারুল হোসেনকে গ্রেফতারের নির্দেশ দেন। আনারুল এখনও জেলে। সিবিআই হেফাজতে মারা যায় মূল অভিযুক্ত লালন শেখ। তৃণমূল রামপুরহাট এক ব্লক সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি জানান, বেলা ১১টায় শহিদবেদিতে মালা দিয়ে শহিদ স্মরণ করা হবে। থাকবেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলা পরিষদ সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। তৃণমূলের দেখাদেখি বিজেপি শহিদ বেদি করে স্মরণের সিদ্ধান্ত নিয়েছে ২১ মার্চ। সিপিএমও দুপুরে বগটুই মোড় থেকে মিছিল বের করবে বলে জানা গিয়েছে।


আরও পড়ুন- রাজ্য সরকারের ‘চোখের আলো’ প্রকল্পে বিনামূল্যে ২ মাসে ১১ লাখ ছানি অপারেশন
