Saturday, November 15, 2025

মহেশতলায় বাজি বি*স্ফোরণের ঘটনায় গ্রে.ফতার বাড়ির মালিক, ঘটনাস্থল পরিদর্শন দমকলমন্ত্রীর

Date:

মহেশতলার নুঙ্গিতে বাজি কারখানার বিস্ফোরণে ৩ জনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার বাড়ির মালিক। মঙ্গলবার সকালে ভরত হাতি নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে মহেশতলা থানার পুলিশ। ওই বাড়িতে বাজি তৈরির কোনও বৈধ লাইসেন্স ছিল কি না, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এদিন বিস্ফোরণস্থল পরিদর্শন করেন ও যথাযথ তদন্তের আশ্বাস দেন তিনি।

আরও পড়ুন:মহেশতলায় বাজি কারখানায় বি*স্ফোরণ, আগুনে পুড়ে মৃ*ত ৩

সোমবার সন্ধেবেলা দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের পুটখালি মণ্ডলপাড়ায় একটি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। পুলিশ সূত্রের খবর, মৃতেরা হলেন কারখানার মালিকের স্ত্রী লিপিকা হাতি এবং তাঁর ছেলে শান্তনু হাতি এবং প্রতিবেশী মাধ্যমিক পরীক্ষার্থী আলো দাস।বিধ্বংসী অগ্নিকাণ্ডের খবর পেতেই ঘটনাস্থলে দমকল কর্মীদের পাশাপাশি মহেশতলা এবং বজবজ থানার পুলিশও পৌঁছয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।যদিও বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের বাড়ির জানলার কাচ, দেওয়ালে ফাটল ধরেছে বলে খবর। আতঙ্ক রয়েছে এলাকায়।


মঙ্গলের সকালেই ঘটনাস্থলে দমকলমন্ত্রী এলাকা পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হন। মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ফরেন্সিক দলকে ঘটনাস্থলে আসার জন্য আবেদন জানানো হয়েছে। বিস্ফোরণকাণ্ডের দ্রুত তদন্তেরও আশ্বাস দেন মন্ত্রী। আজই ঘটনাস্থলে ফরেন্সিক দল আসার কথা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version