Monday, August 25, 2025

মহেশতলায় বাজি বি*স্ফোরণের ঘটনায় গ্রে.ফতার বাড়ির মালিক, ঘটনাস্থল পরিদর্শন দমকলমন্ত্রীর

Date:

মহেশতলার নুঙ্গিতে বাজি কারখানার বিস্ফোরণে ৩ জনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার বাড়ির মালিক। মঙ্গলবার সকালে ভরত হাতি নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে মহেশতলা থানার পুলিশ। ওই বাড়িতে বাজি তৈরির কোনও বৈধ লাইসেন্স ছিল কি না, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এদিন বিস্ফোরণস্থল পরিদর্শন করেন ও যথাযথ তদন্তের আশ্বাস দেন তিনি।

আরও পড়ুন:মহেশতলায় বাজি কারখানায় বি*স্ফোরণ, আগুনে পুড়ে মৃ*ত ৩

সোমবার সন্ধেবেলা দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের পুটখালি মণ্ডলপাড়ায় একটি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। পুলিশ সূত্রের খবর, মৃতেরা হলেন কারখানার মালিকের স্ত্রী লিপিকা হাতি এবং তাঁর ছেলে শান্তনু হাতি এবং প্রতিবেশী মাধ্যমিক পরীক্ষার্থী আলো দাস।বিধ্বংসী অগ্নিকাণ্ডের খবর পেতেই ঘটনাস্থলে দমকল কর্মীদের পাশাপাশি মহেশতলা এবং বজবজ থানার পুলিশও পৌঁছয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।যদিও বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের বাড়ির জানলার কাচ, দেওয়ালে ফাটল ধরেছে বলে খবর। আতঙ্ক রয়েছে এলাকায়।


মঙ্গলের সকালেই ঘটনাস্থলে দমকলমন্ত্রী এলাকা পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হন। মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ফরেন্সিক দলকে ঘটনাস্থলে আসার জন্য আবেদন জানানো হয়েছে। বিস্ফোরণকাণ্ডের দ্রুত তদন্তেরও আশ্বাস দেন মন্ত্রী। আজই ঘটনাস্থলে ফরেন্সিক দল আসার কথা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version